‘আমার আচরণ ছিল অমার্জনীয়’, চড়-বিতর্কে প্রকাশ্যে ক্ষমা চাইলেন উইল স্মিথ
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে থাপ্পড় খেয়েছেন আমেরিকান কমেডিয়ান ও এবারের অস্কারের সঞ্চালক ক্রিস রক। স্ত্রীকে নিয়ে সস্তা রসিকতা করায় অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে সজোরে চড় মারেন অভিনেতা উইল স্মিথ।
এমন আচরণের জন্য এবার ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন সদ্য অস্কারজয়ী এই অভিনেতা।
ইনস্টাগ্রামে স্মিথ লিখেছেন, "আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, এ আচরণ তার পরিচয় দেয় না।"
স্মিথ আরও লিখেছেন, 'সহিংসতা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না, অমার্জনীয় অপরাধ করেছি। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু জাডার শারীরিক পরিস্থিতি নিয়ে রসিকতা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যা উচিত হয়নি।"
স্মিথ আরও লিখছেন, "বিশ্বজুড়ে যারাই আমার এই আচরণ দেখেছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি। ক্ষমাপ্রার্থী অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক এবং সকল অংশগ্রহণকারীর কাছে। উইলিয়ামস পরিবার এবং কিং রিচার্ড পরিবারের কাছেও দায় স্বীকার করছি। অস্কারের আলোকজ্জ্বল মঞ্চে আমার এহেন আচারণ একটি দাগ ফেলে গিয়েছে, যা ক্ষমার অযোগ্য।"
অস্কারের মঞ্চে এমন নজিরবিহীন ঘটনার কিছুক্ষণ পরেই 'কিং রিচার্ড' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ।
আমেরিকার টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান স্মিথ।
বক্তব্যে তিনি বলেন, ''যেভাবে ভেনাস-সেরেনার বাবা তাদের ও তাদের পরিবারকে আগলে রেখেছিলেন, তা প্রত্যেক মানুষের কর্তব্য। আমিও এটাই শিখেছি।''
- সূত্র- আনন্দবাজার পত্রিকা