এ আর রহমানের জন্য প্রস্তুত মিরপুর
উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমানের জন্য প্রস্তুত ঢাকার মিরপুর। অস্কারজয়ী এই শিল্পী আজ সন্ধ্যায় মাতাবেন সংগীতপ্রেমী অসংখ্য দর্শকদের মন।
এ আর রহমান দ্বিতীয়বারের মতো এসেছেন ঢাকায়। যথারীতি শোয়ের দু'দিন আগেই তিনি পা রেখেছেন এখানে; সঙ্গে এনেছেন ২৪০ জন সফরসঙ্গী।
জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় এ আর রহমান মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মেগা কনসার্টে সংগীত পরিবেশন করবেন। আগের দিন সোমবার সন্ধ্যায় মহড়ায়ও অংশ নিয়েছেন। সেখানে সাউন্ড চেক করার পাশাপাশি বেশ কিছু গানও পরিবেশন করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে 'ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০' শীর্ষক এ আয়োজন ২০২০ সালেই হওয়ার কথা ছিল। তবে মহামারি করোনাভাইরাসের কারণে তখন আসতে পারেননি এ আর রহমান। সেজন্য কনসার্ট স্থগিত করা হয়। দুই বছর পর সেই আয়োজনে এসেছেন তিনি।
আজ এ রহমানের সংগীত পরিবেশন দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কনসার্টে এ আর রহমানের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। এ তালিকায় আছেন বাংলাদেশের ফোকসম্রাজ্ঞী মমতাজ ও ব্যান্ড মাইলস।
বিকেল সোয়া চারটা থেকে মধ্যরাত অব্দি চলবে কনসার্ট। সবার শেষে মঞ্চে উঠবেন এ আর রহমান। তিনি নতুন দুটি গানের পাশাপাশি মোট ৩৫টি গান পরিবেশন করবেন।
এ আর রহমানের জন্য গান দুটি লিখেছেন বাংলাদেশের গীতিকার জুলফিকার রাসেল। মুজিববর্ষ উপলক্ষে গান দুটি তৈরি করা হয়েছিল।
সব মিলিয়ে এক জমজমাট সংগীতের আসর দেখার অপেক্ষায় বাংলাদেশ।