ইরানি পরিচালকের ছবিতে অভিনয় করছেন জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রতিনিয়তই অভিনয় দিয়ে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন 'বিসর্জন' তারকা। এবার ইরানি পরিচালকের সঙ্গে কাজ শুরু করছেন তিনি। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালিত 'ফেরেশতে' ছবিতে দেখা যাবে জয়াকে।
ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুটিং করছেন অভিনেত্রী। আগামী ২০ দিন চলবে ছবির শ্যুটিং।
সোমবার ঢাকার কুয়েতি মসজিদ এলাকায় সকাল থেকেই শ্যুটিং করেছেন জয়া। জমজমসহ আরও চার জন ইরানি কুলাকুশলী গত মার্চ থেকে বাংলাদেশে রয়েছেন। তারা ঘুরে ঘুরে দেখেছেন ঢাকার বিভিন্ন এলাকা।
'ফেরেশতে' চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন অতাশ জমজম নিজেই। চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া। তিনি ছাড়াও অভিনয় করছেন রিকিতা নন্দিনী শিমু। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে খবর, ছবির নাম 'সিএনজি' হিসেবে অনুমতি নেওয়া হয়েছে।
মাত্র কিছুদিন আগেই ভারতের বিখ্যাত 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস' এর বাংলা সংস্করণ 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১' পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ মঞ্চে তৃতীয়বারের মতো 'শ্রেষ্ঠ অভিনেত্রী' বিভাগে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন জয়া আহসান। 'বিনিসুতোয়' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেন তিনি।
এর আগে টলিউডের ছবি 'বিজয়া' ও 'রবিবার' এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।
সূত্র: হিন্দুস্তান টাইমস