লতা মঙ্গেশকরকে সম্মান দিতে ব্যর্থ অস্কার-গ্র্যামি, বয়কটের ডাক দিলেন কঙ্গনা
রবিবার রাতে হয়ে গেল ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানে বিশেষ বিভাগ 'ইন মেমোরিয়াম'-এ উল্লেখ ছিল না কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নাম। সদ্য প্রয়াত হয়েছেন ভারতের নাইটিঙ্গেল। ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অবিস্মরণীয়। কিন্তু কালজয়ী এই শিল্পীর কথা কিভাবে ভুলে যাচ্ছে একের পর এক বিখ্যাত পুরস্কারের আয়োজকেরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনের মনে। ফলে সমালোচনার মুখে পড়েছে গ্র্যামি।
লতা মঙ্গেশকরকে 'যোগ্য সম্মান' দেওয়া হয়নি, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম স্টোরিতে সুর চড়িয়েছেন অভিনেত্রী। লিখেছেন, 'স্থানীয় পুরস্কারের যেসব মঞ্চ নিজেদের আন্তর্জাতিক বলে দাবি করে, তারা সঙ্গীতের একজন কিংবদন্তীকে যোগ্য সম্মান জানানোয় ব্যর্থ। অস্কার এবং গ্র্যামি, এই দুই অ্যাওয়ার্ড শো-ই লতা মঙ্গেশকরকে সম্মান জানায়নি। সংবাদমাধ্যমের উচিত এই সব অ্য়াওয়ার্ড শো'কে বয়কট করা।'
৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে 'ইন মেমোরিয়াম' বিভাগে স্টিফেন সন্ডহেইম এবং টেলর হকিন্সসহ বেশ কিছু প্রয়াত মিউজিক্যাল পাওয়ারহাউসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভারতীয় গায়িকা লতার নাম ওই বিভাগে জায়গা না পাওয়ায় টুইটারে হতাশা প্রকাশ করেছেন তার ভক্তরা।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী। প্রায় এক মাস যাবত মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। করোনার সঙ্গেও লড়াই করছিলেন তিনি। ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। এর আগে ডলবি থিয়েটরে অনুষ্ঠিত ৯৪ তম অস্কার 'ইন মেমোরিয়াম'-এও সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের নাম উল্লেখ ছিল না; যা দেখে রীতিমতো ক্ষেপে গিয়েছিল ভারতীয় দর্শকেরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস