কেন ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছে রিয়াল মাদ্রিদ
ভিনুসিয়ুস জুনিয়রের বর্ষসেরার পুরস্কার না জেতা এবং বিজয়ী ফুটবলার নির্বাচনের প্রক্রিয়ায় অসন্তুষ্টি প্রকাশ করে ব্যালন ডি'অর অনুষ্ঠানে যায়নি রিয়াল মাদ্রিদ। রিয়ালের কোনো খেলোয়াড় বা কর্মকর্তা অনুষ্ঠানে যাননি। প্যারিসের ঝলমলে রাতে অংশ না নেওয়ার ঘোষণা আগেই দেয় স্প্যানিশ জায়ান্টরা, অনুষ্ঠানটি বয়কট করে তারা।
ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ব্যালন ডি'অর বিজয়ী নির্বাচনের প্রক্রিয়ায় তারা অসন্তুষ্ট। এখানে ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়নের ক্ষেত্রে যথাযথ মানদণ্ড অনুসরণ করা হয়নি। রিয়াল মনে করে, তাদের ডিফেন্ডার দানি কারবাহালকেও অন্যায্যভাবে সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেন কারবাহাল। পারফরম্যান্সে যোগ্য হলেও তাকে বিবেচনা করা হয়নি বলে মনে করে রিয়াল।
অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়ে এএফপিকে রিয়ালের পক্ষ থেকে বলা হয়, 'যদি নির্ধারিত মানদণ্ড অনুসারে ভিনিসিয়ুস বিজয়ী হিসেবে বিবেচিত না হন, তবে কারবাহালের বিজয়ী হওয়ার কথা। যেহেতু এমন কিছু ঘটেনি, এটা প্রমাণ করে ব্যালন ডি'অর কর্তৃপক্ষ রিয়াল মাদ্রিদকে যথাযথ সম্মান দিচ্ছে না। আর যেখানে সম্মান নেই, সেখানে রিয়াল মাদ্রিদ যায় না।'
ফ্রান্সের সাময়িকী 'ফ্রান্স ফুটবল'- এর আয়োজনে এবারের পুরস্কারটির বিজয়ীর নাম একেবারে শেষ পর্যন্ত গোপন রাখা হয়। এর কারণ হিসেবে বলা হয়, যেন আগে থেকেই বিজয়ীর নাম ফাঁস না হয়। এ বছরের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত ৩০ খেলোয়াড়কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
রিয়াল মাদ্রিদের অনুষ্ঠান বয়কটের প্রতিক্রিয়ায় ব্যালন ডি'অরের কর্তৃপক্ষ জানায়, পুরস্কারটি কে জিতবেন, তা আগে থেকে কোনো খেলোয়াড় বা ক্লাব জানে না। অনুষ্ঠান শুরুর ঘণ্টা খানেক আগে ব্যালন ডি'অর কর্তৃপক্ষ আরও জানায়, রিয়ালের খেলোয়াড়দের অনুপস্থিতির অর্থ, ভিনিসিয়ুস, বেলিংহাম বা কারবাহালের হাতে এবার ব্যালন ডি'অর ট্রফি উঠছে না।