চার বছর ইন্টারনেট থেকে দূরে ছিলেন সেলেনা গোমেজ, বদলে দিয়েছে জীবন!
২০১৬ সালের দিকে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী ছিল আমেরিকান গায়িকা সেলেনা গোমেজের। ইন্টারনেট দুনিয়ায় এমন খ্যাতির জন্য 'ইনস্টাগ্রামের রাণী' বলে আখ্যা দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই সেলেনাই কিনা চার বছরেরও বেশি সময় ধরে দূরে ছিলেন ইন্টারনেট থেকে!
তবে এ নিয়ে মোটেই আফসোস নেই 'ক্যাপ্টিভ হার্ট' গায়িকার। তিনি জানিয়েছেন, ৪ বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেট থেকে দূরে থাকাই তার জীবন বদলে দিয়েছে!
গুড মর্নিং আমেরিকা'কে তিনি বলেন, "এটা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। এখন আমি আগের চেয়ে বেশি সুখী, আরও বেশি সচল এবং মানুষের সাথে আগের চেয়ে বেশি যোগাযোগ রাখি।"
সেলেনা আরও বলেন, "আমি জানি ইন্টারনেট কতটা শক্তিশালী এবং এটি বিশ্বের মানুষকে নানাভাবে উপকৃত করছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো যে, মানুষের সাথে মেলামেশার মাধ্যমেই আমি সংবাদ পেতে ভালোবাসি। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ।"
এই মুহূর্তে সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৩০০ মিলিয়ন। বর্তমানে 'ওয়ান্ডারমাইন্ড' নামের একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক প্ল্যাটফর্মের প্রচারণা চালাচ্ছেন তিনি। প্ল্যাটফর্মটি দাঁড় করাতেও তিনি সহায়তা করেছিলেন।
সম্প্রতি বাইপোলার ডিসঅর্ডারসহ নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন সেলেনা গোমেজ। জিএমএ-কে তিনি বলেন, "মানুষের যখন সাহায্যের প্রয়োজন হয় তখন তারা বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সেগুলো খুব ব্যয়বহুল। কিন্তু 'প্ল্যানড প্যারেন্টহুড' হচ্ছে এমন একটি সংস্থা যেখানে নারীরা নিজেদের সমস্যার কথা নিঃসংকোচে জানাতে পারবে এবং নিরাপদ বোধ করবে। আর আমি সেই মানসিক সুস্থতাই চাই।"
সূত্র: সিএনএন