রণবীর-আলিয়ার বিয়ের জন্য বাবুর্চি আনা হচ্ছে লক্ষ্ণৌ-দিল্লি থেকে
সবদিক থেকে নিজেদের বিয়েকে পারফেক্ট করে তুলতে চান রণবীর কাপুর ও আলিয়া ভাট। ইতিমধ্যে আলিয়ার কাকা, রবিন ভাট জানিয়েছেন আগামী ১৪ই এপ্রিল সাত পাক ঘুরতে চলেছেন 'রালিয়া'। চারদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। নিজেদের পালি হিলের আবাসন 'বাস্তু' ব্যাঙ্কোয়েট হলটি ৮ দিনের জন্য বুক করেছেন রণবীর। যদিও নীতু কাপুর ছেলের বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ, এখনও রণবীরের বিয়ের প্রসঙ্গ এড়িয়ে চলেছেন তিনি।
কিন্তু 'ব্যান্ড-বাজা-বারাত' নিয়ে প্রস্তুত রণবীর। বিয়ের স্থান থেকে পোশাক সবই চূড়ান্ত। বলিউডের অন্যতম আলোচিত বিয়ে বলে কথা। তাই রণবীর-আলিয়ার বিয়েতে এলাহি দাওয়াত থাকবে না তাও কী হয়! ইতিমধ্যেই বলিউড সূত্রে খবর, এই গ্র্যান্ড বিবাহের জন্য বাবুর্চিরা আসছেন লক্ষ্ণৌ-দিল্লি থেকে। বিয়েতে পাঞ্জাবি আইটেমের কোনও খামতি থাকবে না। শুধু দেশীয় নয়, একাধিক বিদেশি পদ থাকবে মেনুতে। দিল্লির চাট কাউন্টার থাকবে, পাশাপাশি আলিয়া যেহেতু ভেগান তাই কনের জন্য ভেগান খাবারের পৃথক ২৫টি কাউন্টার থাকবে।
কাপুর পরিবারের এক ঘনিষ্ঠ জানিয়েছে, কাপুর বংশের লোকজন খাদ্যরসিক হিসাবেই পরিচিত। ইতালীয়, মেক্সিকান, পাঞ্জাবি, আফগানি পদের ৫০টির বেশি কাউন্টার থাকছে। অতিথিদের আপ্যায়নে কোনও কমতি রাখবেন না রণবীর-আলিয়া। লক্ষ্ণৌ থেকে আসা বাবুর্চিরা কাবাব এবং বিরিয়ানি রান্নার দায়িত্বে থাকবেন। এছাড়া দিল্লি থেকে স্পেশ্যাল চাট তৈরির জন্য শেফরা আসছেন।
ইতিমধ্যেই রণবীর-আলিয়ার বাড়ির অন্দরসজ্জার কাজ শুরু হয়ে গিয়েছে। আলোর রোশনাই আর ফুলের সুগন্ধে ম-ম করবে গোটা বাড়ি। হাতে আর মাত্র চারটে দিন, প্রস্তুতি চলছে শেষ পর্যায়ের। জানা যাচ্ছে, বিয়েতে সব্যসাচীর পোশাকে সাজবেন কনে আলিয়া। অন্যদিকে মণীশ মালহোত্রার পোশাক পরবেন রণবীর।
- সূত্র- হিন্দুস্তান টাইমস