উইল স্মিথকে বিয়ে করতেই চাননি জাডা, বিতর্কের আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী!
উইল স্মিথ ও জাডা পিংকেট স্মিথের বিয়ে এবং সম্পর্কের টানাপোড়েন ইতোমধ্যেই টক অব দ্য টাউন হয়ে উঠেছে। একদিকে অস্কারের থাপ্পড়-কাণ্ড এবং উইল স্মিথের উপর কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে কেলেঙ্কারির আগুনে ঘি ঢেলে যাচ্ছেন জাডা তার স্ত্রী জাডা।
কয়েক মাস আগে জাডা পিংকেট নিজেই স্বীকার করেছেন যে, উইল স্মিথের সঙ্গে 'সেপারেশন' এর সময়টায় তিনি স্বামীর বিশ্বাস ভঙ্গ করেছেন! এরপর অস্কারের দিন কমেডিয়ান ক্রিস রক জাডাকে নিয়ে অপমানসূচক ঠাট্টা করায় তাকে এক চড় কষিয়ে দেন উইল স্মিথ। অভিনেতার এই থাপ্পড়-কাণ্ডের পর বেশকিছু বক্তব্যে প্রমাণ হয়ে যায় তাদের সম্পর্কের দুর্দশার চিত্র!
থাপ্পড়-কাণ্ড নিয়ে বেশ কয়েকদিন পরে মুখ খুললেও, জাডা তার স্বামীর এমন আচরণের নিন্দাই জানিয়েছেন। এই প্রতিক্রিয়ায় ২০১৮ সালের একটি ভিডিও আবার গণমাধ্যমে উঠে আসে, যেখানে জাডা পিংকেট বলেছিলেন তিনি কখনোই উইল স্মিথকে বিয়ে করতে চাননি। কিন্তু গর্ভবতী হয়ে যাওয়ায় অস্কারজয়ী এই অভিনেতাকে বিয়ে করতে বাধ্য হন তিনি!
রেড টেবিল টক-এর একটি এপিসোডের ওই ভিডিওতে উইল-জাডা জুটিকে দেখা যায়। সেদিনের অনুষ্ঠানে তাদের মেয়ে উইলো এবং জাডার মা আদ্রিয়েন ব্যানফিল্ডও ছিলেন। ওই সাক্ষাৎকারে নিজেদের বিয়ে নিয়ে কথা বলেন উইল স্মিথ।
সাক্ষাৎকারে জাডা পিংকেট স্মিথ বলেন, "আমি এতটাই চাপের মধ্যে ছিলাম তখন। উঠতি বয়সের একজন অভিনেত্রী ছিলাম... গর্ভবতী হয়ে পড়েছিলাম এবং আমি জানতাম না কি করতে হবে। আমি আসলে বিয়েটাই করতে চাইনি।"
সম্প্রতি ইউএস উইকলি'কে দেওয়া সাক্ষাতকারে জাডা ক্রিস রকের প্রতি তার স্বামীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। স্বামীর এই অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে সবার সামনে লজ্জায় পড়তে হয়েছিল তাকে, জানান জাডা।
জাডা বলেন, "আমি কখনোই বলিনি যে আমাকে রক্ষা করতে হবে তার। সে ই উত্তেজনার মুহূর্তে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি চাইনি এমনটা হোক।"
সূত্র: মার্কা