জুতা ফিরিয়ে দিতে দাবি সাড়ে ১১ কোটি রুপি!
১৪ এপ্রিল, বৈশাখী লগ্নে বিয়ে করেছেন আলিয়া ভাট ও রণবীর কপুর। কপুরদের বান্দ্রার বাড়ি বাস্তু তেই বসেছিল বিয়ের মণ্ডপ। ছোট, কিন্তু রাজকীয় ঢংয়েই আয়োজিত হয়েছিল বিয়ের অনুষ্ঠান। বিয়ের দুইদিন পরেও বলিউডের এই নবদম্পতিকে ঘিরে মাতামাতি যেন থামছেই না। প্রতিদিনই বিয়ের নতুন নতুন ছবি আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা যাচ্ছে, অন্দরমহলের মজাদার এবং চমকপ্রদ খবর।
উপহার দেওয়া নেওয়া পর্বের খুঁটিনাটি এবার বের হয়েছে। কনেপক্ষের তরফ থেকে অতিথিদের সবাইকে দেওয়া হয়েছে একটি করে কাশ্মীরি শাল। আলিয়া নিজে বেছে রেখেছিলেন সেই শালগুলো।
কনের মা সোনি রাজদান জামাই রণবীরকে উপহার দিয়েছেন প্রায় আড়াই কোটি টাকার (ভারতীয় মুদ্রায়) একটি হাতঘড়ি।
বিয়ের অনুষ্ঠানকে আরও মজাদার করে তুলেছিলেন ভাট পরিবারের নারী সদস্যারা। ঐতিহ্য বজায় রেখে বর রণবীরের জুতা চুরি করেছিলেন ভাট বাড়ির মেয়েরা। বিয়ের পরে রণবীরের কাছে তাদের দাবি ছিল, জুতা ফেরত পেতে হলে সাড়ে ১১ কোটি রুপি দিতে হবে। বহু তর্ক-বিতর্কের পর শ্যালিকাদের হাতে একটি খাম ধরিয়ে দেন রণবীর। তবে তাতে সাড়ে ১১ কোটি রুপি দেওয়া হয়নি। তাদের দাবির তুলনায় অনেক কম, মাত্র এক লাখ দিয়েই জুতা ফেরত নিয়েছেন বর।
এইসব তথ্য মিলেছে পুরোহিত রাজেশ শর্মার সূত্রে। 'রণলিয়া'র বিয়ে করিয়েছেন এই পুরোহিত।
তার কথায় জানা যায়, কয়েকটি প্রথা বাদ রাখা হয়েছে সকলের সুবিধার্থে। বিয়ের দিন পাঁচেকের মধ্যেই হলিউডের ছবি 'দ্য হার্ট অব স্টোন'-এর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন আলিয়া। এ কারণে বিয়ের পরে অন্তত ৪০ দিন ধরে টানা চুড়ি পরে থাকা সম্ভব হচ্ছে না। তাই পঞ্জাবি বিয়ের চুড়া প্রথা বাদ দেওয়া হয়েছে বিয়েতে।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা