রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পাননি অমিতাভ, বানসালী
বলিউডের সবচেয়ে আলোচিত জুটির 'রণলিয়া'র বিয়ে। কিন্তু তাতে অনুপস্থিত ছিলেন বলিউডের 'শাহেনশা' অমিতাভ বচ্চন। বিয়ের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি সঞ্জয় লীলা বানসালীকেও।
অমিতাভ ও বানসালী রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই।
১৪ এপ্রিল সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন এই জুটি। আত্মীয়-স্বজন ও বলিউডের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে অতিথি সংখ্যা একশোও পেরোয়নি। এরপরেও অনুষ্ঠানে বিশেষ কয়েকজনের অনুপস্থিতি চোখে পড়েছে সবার। সেই তালিকায় যেমন বলিউডের 'বিগ বি' ও তাঁর পরিবার বা বানসালী রয়েছেন, তেমনই রয়েছেন রণবীরের ঘনিষ্ঠ কিছু ব্যক্তিত্বও।
রণবীর-আলিয়ার বিয়েতে গিয়েছিলেন অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং তাঁর দুই ছেলে-মেয়ে নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। বিবাহ সূত্রে তিনি রণবীরের আত্মীয়। শ্বেতার শাশুড়ি রণবীরের দাদা রাজ কপুরের মেয়ে। কিন্তু অমিতাভ বচ্চন বা জয়া বচ্চন কিংবা অভিষেক বচ্চন-ঐশ্বর্যা রাই বচ্চন ছিলেন না আমন্ত্রিতদের তালিকায়।
অন্যদিকে, রণবীরের প্রথম সিনেমা 'সাঁওয়ারিয়া'র প্রযোজক-পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বানসালী। আলিয়ার সাম্প্রতিক এবং প্রশংসিত ছবি 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'ও তিনিই পরিচালনা করেছেন। কিন্তু বিয়ের সব অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন তিনি। অনেকেরই অনুমান, নিমন্ত্রণ পাননি তিনিও। অনুষ্ঠানে ডাক পাননি রণবীরের ছোটবেলার বন্ধু ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং 'রয়'-এর পরিচালক বিক্রমজিৎ সিংহও।
আর কারা বাদ পড়লেন 'রণলিয়'র বিয়েতে? কেনোই বা জায়গা হলো না তাদের অতিথি তালিকায়? আপাতত জল্পনা চলছে তা নিয়েই।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা