বিবি রাসেলকে নিয়ে সোনিয়া হোসেনের ডকুফিল্ম
উপমহাদেশের ফ্যাশন আইকন বিবি রাসেল কে নিয়ে ডকুফিল্ম নির্মাণ করলেন তরুণ অভিনেত্রী ও মডেল সোনিয়া হোসেন। 'বিবি রাসেল দ্য ড্রিম ওয়েভার' নামের এই ফিল্মটির শুটিং এরইমধ্যে শেষ করেছেন এই অভিনেত্রী।
এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সেই কাজে কিছুদিন আগে ভারতে ছিলেন এই অভিনেত্রী। কদিন আগে দেশে ফিরেছেন। দেশে ফিরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে ডকুফিল্মটি নিয়ে কথা বলেন তিনি।
তিনি জানান, পরিকল্পনা করেছিলেন বছর দুই আগে মহামারি শুরু হওয়ার কিছুদিন পরই। সে প্রসঙ্গে বলেন, "করোনা মহামারি শুরু হলে অন্য সবার মতো আমিও বেকার হয়ে যাই। কাজ কমে আসে। একেবারে ঘরবন্দী। তখনই নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করি। তার ঠিক তিন মাস পরই বিবি রাসেল কে নিয়ে কাজ করার পরিকল্পনা করে তার সঙ্গে যোগাযোগ করি।"
"আমার কাছে বিবি রাসেল একজন আইডল। তার কাজ ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। তার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। কিন্তু তাকে নিয়ে কখনো কোনো কাজ হয়নি। তাই আমাদের আগ্রহ আরও বেশি হয়ে যায়। তখন এই কাজের পরিকল্পনার শেয়ার করি আমার স্বামী আহমেদ স্টিভের সাথে। ও খুব অনুপ্রেরণা দিয়েছে। বিবি রাসেল আপাও আমাকে খুব উৎসাহ দিয়েছেন। তারপর তো ফিল্মটির কাজ শুরু করি", বলেন সোনিয়া।
তিনি জানান, বিবি রাসেলকে নিয়ে প্রায় দুই বছর শুটিং করেছেন দেশের বিভিন্ন প্রান্তে। এরমধ্যে আছে পুরান ঢাকাও। তবে সেটা করেছেন ২০২০ সালে। তারপর সৈয়দপুর ও দিনাজপুর শুটিং করেছেন ২০২১ সালে। এরপর আবার ঢাকায় শুটিং করেছেন।
"তবে শুটিংয়ের আগে প্রচুর রিসার্চ করতে হয়েছেন। এটাই ছিলো সবচেয়ে কঠিন সময়", বলেন তিনি।
শুটিং করতে গিয়ে সোনিয়া হোসেন উপলব্ধি করেন, ৭০ বছর বয়সেও বিবি রাসেল কি কঠোর পরিশ্রম করে এ দেশের তাঁতীদের বাঁচিয়ে রাখার জন্য কাজ করছেন।
এ প্রসঙ্গে সোনিয়া হোসেন বলেন, "ওনাকে নিয়ে যখন গবেষণা শুরু করি তখনই থেকেই আস্তে আস্তে বিস্তারিত জানতে শুরু করি। আর শুটিংয়ের জন্য কাছাকাছি যাই তখন আরও মুগ্ধ হই। ১৯৯৬ সাল থেকে ফ্যাশনের বিকাশের মাধ্যমে এ দেশের তাঁতীদের নিয়ে কাজ করছেন।"
দেশে বিদেশে তার কাজ সমাদৃত হওয়া, দেশের জন্য সুনাম কুড়ানো- এসব বিষয় উঠে এসে ছে 'বিবি রাসেল দ্য ড্রিম ওয়েভার' ডকুমেন্টরিতে।
বিবি রাসেলকে নিয়ে কাজ করার কারণ প্রসঙ্গে সোনিয়া হোসেন বলেন, "আমি তাকে দেখে আজ থেকে ১৮ বছর আগে নিজে কাজে এসেছিলাম। তখন আমরা জানতে পারি দেশের বাইরে একজন মডেল বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, তিনি বিবি রাসেল আপু। তাই তাকে নিয়ে আগ্রহ তো সবসময়ই ছিলো।'
সোনিয়া হোসেন জানালেন, এই বছরের শেষ দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন। বাকিটা নির্ভর করছে কাজ শেষ করার ওপর।