যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ক্যাফেতে অ্যাঞ্জেলিনা জোলি
বোমা হামলায় তৈরি হওয়া মাশরুম আকৃতির কালো মেঘে ঢেকে আছে ইউক্রেনের আকাশ। এই কালো মেঘের ছায়ায় অনিশ্চয়তার মধ্যে বাস করছেন কয়েক কোটি ইউক্রেনবাসী। এরই মধ্যে ইউক্রেনবাসীদের মনোবল বাড়াতে আচমকাই সেদেশে পা রাখলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
শনিবার (৩০ এপ্রিল) পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে পৌঁছান তিনি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে ও সময় কাটাতে দেখা যায় তাকে।
লভিভের স্থানীয় গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি অ্যাঞ্জেলিনার সফরের কথা টেলিগ্রাম চ্যানেলে জানান। তিনি জানান, বাস্তুহারাদের সঙ্গে দেখা করতে লভিভে যান হলিউড তারকা।
ছোট শিশুদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় অ্যাঞ্জেলিনাকে। শিশুদের সঙ্গে ছবি তুলে তা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেন তিনি। জানান, তিনি আবারও আসবেন ইউক্রেনে।
লভিভের এক ক্যাফেতে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে সময় কাটান হলিউড তারকা। এভাবে অ্যাঞ্জেলিনাকে আচমকা দেখতে পেয়ে আপ্লুত হন সাধারণ ইউক্রেনবাসী।
সোয়েটার আর একটি ঢিলেঢালা প্যান্ট পরে থাকতে দেখা যায় অ্যাঞ্জেলিনাকে। ছাই রঙের সেই অনাড়ম্বর পোশাকে হলিউড তারকাকে দেখে অবাক হন যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিকরা। তার সঙ্গে সেলফি তুলতে দেখা যায় অনেককেই।
অ্যাঞ্জেলিনা জোলি রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত। ২০১১ সাল থেকে ইউএনএইচআরসি-এর দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সেই সুবাদেই রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনে যান অ্যাঞ্জেলিনা।
হলিউড তারকা হাওয়ার পাশাপাশি সমাজসেবার জন্য বিশেষভাবে পরিচিত অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বের বহু জায়গায় গিয়ে সমাজসেবা করতে দেখা গেছে তাকে।
- সূত্র: হিন্দুস্তান টাইমস