মামলার রায় সামনে রেখেই কনসার্টে হাজির, ভক্তদের চমকে দিলেন ডেপ!
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই বহুল আলোচিত এই মামলার রায় আসবে। কিন্তু মামলার উত্তেজনার মধ্যেই হঠাৎ যুক্তরাজ্যের শেফিল্ডে এক কনসার্টে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন ডেপ! ইংরেজ গিটারিস্ট জেফ বেকের সাথে মঞ্চে যুক্ত হয়ে দর্শকদের বিস্ময়ের চূড়ায় পৌঁছে দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, পারফর্ম করেছেন বেশ কয়েকটি গানেও।
২০২০ সালে জেফের সাথে মিলে 'আইসোলেশন' শিরোনামের একটি গান বের করেছিলেন ডেপ। কনসার্টে সেটিও পারফর্ম করেন তিনি। এই গানটি ১৯৭০ সালে জন লেননের গাওয়া একটি গানের রিমেক। গিটারিস্ট জেফ বেক এই মুহূর্তে তার ইউরোপিয়ান ট্যুরে রয়েছেন। অনুষ্ঠানে তিনি ও ডেপ মার্ভিন গে এর 'হোয়াটস গোয়িং অন' এবং জিমি হেনড্রিক্সের 'লিটল উইং' গানটিও পারফর্ম করেন।
ভক্তদের ও প্রযুক্তির কল্যাণে কনসার্টে 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র পারফরমেন্সের ভিডিও এখন ভেসে বেড়াচ্ছে ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেতার ভক্তরা জানিয়েছেন, তারা ডেপকে পারফর্ম করতে দেখে এবং তাকে নিজের পছন্দের কাজ করতে দেখে খুবই খুশি।
একজন লিখেছেন- "আমি অনেক খুশি যে জনি এই মুহূর্তে নিজের পছন্দের কাজগুলো করছে এবং এটাই তার প্রাপ্য।" আরেকজন মন্তব্য করেছেন- "শুনানিতে অ্যাম্বার যা পারফরমেন্স দেখালো, তাতে এই ব্রেকটা জনির দরকার ছিল। রক অন জনি!" তৃতীয় ব্যক্তি লিখেছেন- "জনিকে আনন্দে থাকতে দেখে ভালো লাগছে।" কেউ কেউ আবার অভিনেতার সদ্য রঙ করা চুলের প্রশংসায় ব্যস্ত।
তবে ডেপের সঙ্গীত ক্যারিয়ারের খবর জানতে পেরে অবাক হওয়া মানুষের সংখ্যাও কম নয়। জনৈক ভক্ত লিখেছেন- "আমিতো জানতামই না যে ডেপ একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ভালো লাগছে দেখে যে তিনি আবারও নিজের স্বপ্নে ফিরে যাচ্ছেন। তিনি একজন দারুণ শিল্পী ও গায়ক।"
বলে রাখা ভালো, জনি ডেপ তার প্রাথমিক ক্যারিয়ার শুরু করেছিলেন একজন সঙ্গীতশিল্পী হিসেবে। তিনি অ্যালিস কুপার ও জো পেরির সাথে মিলে ২০১৫ সালে 'হলিউড ভ্যাম্পায়ারস' নামে একটি সুপারগ্রুপ গঠন করেন।
গত শুক্রবার জনি ডেপ ও অ্যাম্বার হার্ড, দুই পক্ষই ক্ষান্ত দেওয়ায় মামলার শুনানি শেষ হয়। এরপর বিচারক তাদের মামলাটি জুরি বোর্ডের হাতে তুলে দেন। আগামী সপ্তাহে জুরিরা তাদের রায় জানাবেন।
জনি ডেপ তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের নামে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন এবং অভিনেতার দাবি, তার স্ত্রীর হাতে নির্যাতন-হেনস্থার শিকার হয়েছেন তিনি। এদিকে অ্যাম্বার হার্ড পাল্টা অভিনেতার নামে ১০০ মিলিয়ন ডলারের মামলা করেন এই দাবিতে যে, জনি তাকে 'মিথ্যাবাদী' বলে তার সুনাম ক্ষুণ্ণ করেছেন।