মারা গেছেন ভারতের জনপ্রিয় গায়ক কেকে
কলকাতায় সংগীতানুষ্ঠানে যোগ দিতে এসে মারা গেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামেই সবচেয়ে বেশি পরিচিত।
কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউডের এই বিখ্যাত গায়ক, নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ বোধ করেন গায়ক। তারপর হোটেলে ফিরে মারাত্মক অসুস্থবোধ করেন তিনি। এরপর দ্রুত তাঁকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছে বেসরকারি হাসপাতাল সূত্রে। কী কারণে মৃত্যু হয়েছিল তাঁর, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তাঁর মনে করা হচ্ছে।
গত দুদিন ধরেই কলকাতায় ছিলেন কেকে। গুরুদাস কলেজের সোশ্যালে যোগ দিতে এসেছিলেন সংগীত শিল্পী, তাঁকে ঘিরে এদিন ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬.৪৫ নাগাদ নজরুল মঞ্চে প্রবেশ করেন সংগীতশিল্পী। জনজোয়ারের মাঝে পারফর্মও করেন কেকে। তবে কয়েক মিনিটের মধ্যেই সব শেষ।
এদিন কেকের মৃত্যুর খবর পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, 'আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে শিল্পী অনুপম রায়ের ফোন পাই। বলেন যে এরকম একটা ঘটনা শুনতে পাচ্ছি হাসপাতাল থেকে। আমি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। ওরা বললেন, হ্যাঁ, কেকেকে মৃত অবস্থান আনা হয়েছে। আমি ছুটে এলাম।'
হাসপাতালে মৃত অবস্থায় আনা হওয়ায় তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে মুম্বইয়ে তাঁর বাড়িতে, আগামিকাল সকালেই তাঁর স্ত্রী ও দুই পুত্র কলকাতায় এসে পৌঁছাবেন বলে জানান অরূপ বিশ্বাস।
কেকের জন্ম দিল্লিতে, ১৯৬৮ সালের ২৩ আগস্ট। ১৯৯৭ সালে 'হাম দিল দে চুকে সনম' ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি। প্লেব্যাক করেছেন হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি ভাষায়।