‘যখন টাকা কম ছিল হাতে…’, ক্যারিয়ারের শুরুর কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সালমান!
শাহরুখ খান আর সালমান খানের বন্ধুত্ব সবসময় জায়গা করে নেয় খবরের শিরোনামে। শাহরুখ খান নিজের নতুন ছবি 'পাঠান', 'ডাঙ্কি' ও 'জাওয়ান'-এর ঘোষণা দেওয়ার পর সালমান নিশ্চিত করেন, যখনই সম্ভব হবে তিনি এই ছবিগুলোর প্রচার করে দেবেন। তাই আইফার সঞ্চালনার সময়ও টুক করে শাহরুখ এবং শাহরুখের ছবির নাম নিতে দেখা গেল ভাইজানকে।
এক ভিডিওতে দেখা গেছে, মণীশ পালের প্রশ্নের উত্তরে সালমান মশকরা করে বলছেন- শাহরুখই একমাত্র ব্যক্তি যিনি সবসময় তার পাশে ছিলেন।
গত বছরের শুরুর দিকেই 'পাঠান' চলচ্চিত্রের কথা ঘোষণা করেছিলেন শাহরুখ। জাওয়ান- এর কথা ঘোষণা করেন চলতি সপ্তাহেই। চার বছর পর 'পাঠান' দিয়ে রূপালি পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। আর অ্যাটলির 'জাওয়ান' শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়া সিনেমা, যা বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে ২০২৩ সালের ৩ জুন।
আইফাতে শুধু শাহরুখ নয়, পুরনো কিছু কো-স্টারের নাম নিতেও শোনা গেল সালমান খানকে। ভেজা চোখে অভিনেতা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে যখন টাকা-পয়সা কম থাকত হাতে, তখন কিভাবে সুনীল শেঠী তার পাশে দাঁড়িয়েছি্লেন। একথা বলতে বলতে সুনীল-পুত্র আহান শেঠীকে জড়িয়ে ধরতেও দেখা যায় ভাইজানকে।
এমনকি, নিজের ক্যারিয়ারের কথা বলতে বলতে সালমান ধন্যবাদ জানান শ্রীদেবীর স্বামী, প্রযোজক বনি কাপুরকেও। 'এক থা টাইগার' তারকা বলেন, "বনি আজীবন আমাকে সাহায্য করেছে। মাঝে যখন সময়টা ভালো চলছিল না, তখন বনি আমায় দেয় 'ওয়ান্টেড'। এই ছবি আমাকে ফিরিয়ে আনে।"