আইফাতে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন শাহরুখ খান, সেরা অভিনেত্রী রানী মুখার্জি
২০২৪ সালের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (আইফা) 'জওয়ান' সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান।
আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জয়ের পর ভক্তদের উদ্দেশ্যে শাহরুখ বলেছেন, "ফিরে এসে ভালো লাগছে।" চার বছরের বিরতি শেষে ২০২৩ সালে তিনি আবারও সিনেমায় ফিরে আসেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) আবুধাবিতে আয়োজিত তারকাখচিত এই অনুষ্ঠানে শাহরুখ বলেন, "আমি মনে করি এই বছর দর্শকদের কাছ থেকে আমি আনন্দ পেয়েছি, কারণ দীর্ঘ সময় পর আবার কাজ করেছি।"
শাহরুখ শুধু অ্যাকশন থ্রিলার জওয়ান-এর জন্য সেরা অভিনেতার পুরস্কারই জেতেননি, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন।
মঞ্চে আতশবাজির মধ্য দিয়ে শাহরুখ খান প্রবেশ করেন এবং পুরো অনুষ্ঠান জুড়ে তাকে সম্মান জানানো হয়।
শাহরুখ বলেন, "আমি পুরস্কার ভালোবাসি, পুরস্কারের জন্য আমি লোভী। ফিরে আসাটা সত্যিই দারুণ।"
শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তন ছিল গত বছরের বলিউডের সবচেয়ে সফল কাহিনি। তিনি গতবছরের জনপ্রিয় স্পাই ফিল্ম পাঠান-এও অভিনয় করেছেন।
এই সিনেমাগুলোর মধ্যে তিনি এক শক্তিশালী অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করেছেন, যা ৫৮ বছর বয়সী এই অভিনেতার জন্য একটি নতুন মোড়। চলচ্চিত্র ক্যারিয়ারের তিন দশকের মধ্যে তিনি সাধারণত কোমল হিরোর চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
বড় পর্দায় তার এই কামব্যাক (ফিরে আসা) ঘটে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে একাধিক চ্যালেঞ্জের পর। এর মধ্যে রয়েছে তার ছেলে আরিয়ান খানের মাদক সংক্রান্ত মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়া (পরবর্তী সময়ে অভিযোগগুলি প্রত্যাহার করা হয়) এবং কিছু চলচ্চিত্রের ব্যবসায়িক ব্যর্থতা।
তবে তার দীর্ঘ বিরতির পরও তার জনপ্রিয়তা কমেনি। তার লক্ষ লক্ষ ভক্ত তাকে ভালোবেসে কিং খান বা বলিউডের রাজা বলে ডাকেন।
আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি ছিল ভারতীয় সিনেমার উজ্জ্বল প্রতিভাদের নিয়ে এক তারকাখচিত আয়োজন। আবুধাবিতে আয়োজিত এই অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে 'অ্যানিমেল' সিনেমাটি, যেখানে রণবীর কাপুর অভিনয় করেছেন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রযোজক ভূষণ কুমার দলের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে রানী মুখার্জি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমা'-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। সিনেমায় তিনি একজন সংগ্রামী মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
বিদু বিনোদ চোপড়া 'টুয়েলভথ ফেল' চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন, যেটি আইপিএস অফিসার মনোজ শর্মার অনুপ্রেরণামূলক জীবনের ওপর ভিত্তি করে নির্মিত।