স্বপ্নের নগরী প্যারিসেই শেষ সিনেমার শ্যুটিং উডি অ্যালেনের
নিজের ৫০তম সিনেমার শ্যুটিংয়ের জন্য স্বপ্নের নগরী প্যারিসকেই বেছে নিবেন বলে জানিয়েছেন তিনবারের অস্কারজয়ী আমেরিকান পরিচালক উডি অ্যালেন। এই সিনেমাই তার ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে বলে আভাসও দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার অ্যালেক বলডুইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও নতুন বই 'জিরো গ্র্যাভিটি' নিয়ে কথা বলেন ৮৬ বছর বয়সী উডি অ্যালেন। সেখানেই নতুন সিনেমার কথা জানান তিনি। সাক্ষাতকারটি অ্যালেক বলডুইনের ইনস্টাগ্রামে লাইভ সম্প্রচার করা হয়।
সিনেমা নির্মাণ প্রসঙ্গে 'মিডনাইট ইন প্যারিস' খ্যাত পরিচালক বলেন, "আগের অনেক উত্তেজনাই এখন আর নেই। একসময় যখন সিনেমা বানাতাম, দেশের সবগুলো সিনেমা হাউজে সেটা যেত। কিন্তু এখন একেকটা সিনেমা ৪-৬ সপ্তাহ থাকে, তারপর স্ট্রিমিং এ চলে যায়… আমার কাছে ব্যাপারটা তেমন উপভোগ্য নয়।"
সম্প্রতি উডি অ্যালেনের বিরুদ্ধে যৌন নিপীড়ণের অভিযোগ আনেন তার পালক মেয়ে ডিলান ফ্যারো। ডিলানের দাবি, ১৯৯২ সালে উডি অ্যালেন তাকে শ্লীলতাহানি করেছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হলিউডেও ব্যাপক সমালোচনার মুখে পড়েন বর্ষীয়ান এই পরিচালক। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি।
২০১৭ সালে #মি টু আন্দোলনের সময় যৌন হেনস্থার বিরুদ্ধে নতুন করে সবাই সরব হলে, উডি অ্যালেনের সাথে দূরত্ব তৈরি করে ফেলেন হলিউডের বহু তারকা। অ্যালেনের তিনটি ছবিতে কাজ করা অভিনেতা অ্যালেক বলডুইন অবশ্য যৌন নিপীড়ণের প্রসঙ্গটি সাক্ষাৎকারের সময় সামনে আনেননি।
'রাস্ট' সিনেমার শ্যুটিংয়ে গোলাগুলি নিয়ে সম্প্রতি বিতর্কের তুঙ্গে ছিলেন অ্যালেক বলডুইনও। তবে নিজের ইনস্টাগ্রামে অভিনেতা-পরিচালক জানিয়েছেন, তার নেওয়া সাক্ষাৎকারটি কে কিভাবে বিচার করলো, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি।
সূত্র: রয়টার্স