বিএনপি কর্মী গুম হওয়ার ১১ বছর পর শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি কর্মী সানি হাওলাদার গুম হওয়ার ১১ বছর পর শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ রোববার (২৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সানি হাওলাদারের বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আদালতের বিচারক হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান, র্যাব-১০–এর তৎকালীন কমান্ডার, র্যাব সদস্য আল মামুন, চন্দন, মেনান, আশরাফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, সদরঘাট থানার ৩৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য মিঠু ও মেহের।
এজাহারে বলা হয়, সানি হাওলাদার বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০১৩ সালের ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে র্যাবের পোশাক পরে ১৪-১৫ জন এবং সাদা পোশাকের ৫-৬ জন সানিকে তুলে নিয়ে যায়। পরদিন বাবুল হাওলাদার রাজধানীর ধলপুরে র্যাব-১০ এর কার্যালয়ে গিয়ে সানির ব্যাপারে জানতে চাইলে র্যাবের কর্মকর্তারা তাকে আটকের কথা অস্বীকার করেন। এরপর থেকে বাবুল হাওলাদার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত ছেলের কোন সন্ধান পাননি।
বাবুল হাওলাদার বলেন, 'ঘটনার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। প্রাণভয়ে আমি এতদিন মুখ খুলতে পারিনি।'
মামলা দায়েরকারী আইনজীবী আবুল কালাম আকন বলেন, আদালত পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি থানায় এফআইআর ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।