গোতাবায়াকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের ভিসার অনুরোধ প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকলেও ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণের শর্তপূরণে আমেরিকার নাগরিকত্ব বর্জন করেন গোতাবায়া। সেবছর বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচনে দুর্দান্ত জয়লাভ করেন তিনি।
মঙ্গলবার কলম্বোর এক শীর্ষপদস্থ কর্মকর্তা জানান, "সাম্প্রতিক ঘটনার পর গোতাপায়া যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চেয়েছিলেন, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করা হয়"।
এদিকে, দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ (১৩ জুলাই) সকালে রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি বিমানে চড়ে মালদ্বীপ চলে গেছেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া গ্রেপ্তার হওয়া থেকে বেঁচে যাবেন বলে পদত্যাগ করার আগে দেশ ছাড়তে চেয়েছিলেন তিনি।
জানা গেছে, অ্যান্টভ-৩২ সামরিক বিমানে করে দেশ ছাড়েন গোতাবায়া। মালদ্বীপে অবতরণের পর গোতাবায়াকে পুলিশ এসকর্টে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
তিনি প্রাথমিকভাবে দুবাই পালাতে চেয়েছিলেন। তবে কলোম্বো বিমানবন্দরের কর্মকর্তারা ভিআইপি চ্যানেল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন গোতাবায়া।
এই পরিস্থিতিতেই আজ সকালে তিনি মালদ্বীপ পৌঁছেছেন।
- সূত্র: দ্য হিন্দু