শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি
শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
রোববার (১৭ জুলাই) রাতে এ ঘোষণা জারির কথা প্রচার করে স্থানীয় গণমাধ্যম।
ঘোষণায় বলা হয়, "জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও মানুষের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে এটাই যুক্তিসংগত।"
প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বিক্রমাসিংহে গত সপ্তাহেও জরুরি অবস্থা ঘোষণা করেন, তবে আদেশটি বাতিল বা প্রত্যাহার করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট ও চলমান অস্থিরতার মধ্যে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরবর্তীতে তিনি দেশ ছাড়েন।
আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে।
সূত্র: ডয়চে ভেলে