তাইওয়ান ছেড়েছেন পেলোসি
বহুল আলোচিত সমালোচিত তাইওয়ান সফর শেষ করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। খবর দ্য গার্ডিয়ানের।
বুধবার (৩ আগস্ট) তাকে বহনকারী একটি প্লেন তাইপেইয়ের সংশান এয়ারপোর্ট ছেড়ে গেছে।
বেইজিং এর সতর্কতা উপেক্ষা মঙ্গলবার তাইওয়ানে যান পেলোসি।
এক চীন নীতি অনুযায়ী, স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজের অংশ মনে করে চীন। কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ হিসেবেই দেখে। তার নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারপ্রধান রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে 'অত্যন্ত বিপজ্জনক' আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
গত ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে সিনিয়র মার্কিন রাজনীতিবিদ পেলোসি।