যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত 'আর্টেমিস-১' এর চন্দ্রাভিযান
শেষ মুহূর্তে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় চাঁদে 'আর্টেমিস-১' রকেটের উৎক্ষেপণ স্থগিত করেছে নাসা। সোমবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল নাসার এই পরবর্তী প্রজন্মের রকেটের। কিন্তু ইঞ্জিনের ত্রুটি নজরে আসার পর দ্রুত বন্ধ করে দেওয়া হয় 'ফাইনাল কাউন্টডাউন'।
'আর্টেমিস-১'কে নিজেদের তৈরি 'সবচেয়ে শক্তিশালী মহাকাশযান' বলে দাবি করেছিলেন নাসার বিজ্ঞানীরা। ঘোষণা অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পৌঁছে রকেটটি একটি টেস্ট ক্যাপসুল ছুঁড়ে দেবে। এই টেস্ট ক্যাপসুলের নাম ওরিয়ন।
কিন্তু রকেটের যে অংশ তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ট্যাংকের সঙ্গে যুক্ত, সেখানে ফাটল ধরা পড়ে। নাসার প্রকৌশলীরা তখন বলেছিলেন, তারা ক্রুটি পরীক্ষা করে দেখছেন। এছাড়াও, রকেটের চারটি বড় এরএস-২৫ ইঞ্জিনের একটিতেও সমস্যা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে নাসার পক্ষ থেকে সাময়িকভাবে কাউন্টডাউন বন্ধ রাখার কথা জানানো হয়। তাছাড়া আবহাওয়া খারাপ থাকলে রকেট উৎক্ষেপণ প্রক্রিয়াতে আরও দেরি হতে পারে বলেও আভাস দেয় তারা। এরই মধ্যে আর্টেমিস-১ এর ইঞ্জিনেও ত্রুটি ধরা পড়ে বলে নাসা সূত্রের খবর।
নাসার কর্মকর্তা বিল নেলসন উৎক্ষেপণ বাতিলের কথা ঘোষণা করে বলেন, ''এটি অত্যন্ত জটিল পদ্ধতি। সূক্ষ্ম যন্ত্রপাতি ও সরঞ্জামের সাহায্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। সামান্যতম ত্রুটি দেখা দিলে সমস্ত পরিশ্রম বিফলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই প্রস্তুতি পুরোপুরি নিখুঁত না হওয়া পর্যন্ত আমরা অগ্রসর হতে চাই না।''
সূত্র: বিবিসি