১৬০,০০০ বছর পর প্রথমবারের মতো দেখা যেতে পারে বিরল ধূমকেতু
১ লাখ ৬০ হাজার বছর পর প্রথমবারের মতো একটি উজ্জ্বল ধূমকেতু পৃথিবীর আকাশে দেখা যেতে পারে। খবর বিবিসি'র।
নাসা জানিয়েছে, ধূমকেতুর উজ্জ্বলতা আগে থেকেই নির্ধারণ করা কঠিন। তবে কমেট সি/২০৪ জি৩ (অ্যাটলাস) নামের ধুমকেতুটি খালি চোখে দেখতে পাওয়ার মতো উজ্জ্বল থাকতে পারে।
সোমবার (১৩ জানুয়ারি) ধূমকেতুটি সূর্যের কাছে সর্বাধিক নিকটবর্তী অবস্থানে (পেরিহেলিওন) পৌঁছায়। এই কাছাকাছি অবস্থানের ফলে এর উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি সোমবার রাত থেকেই দৃশ্যমান হতে পারে।
সুনির্দিষ্ট স্থান জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ধূমকেতুটি দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে। এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে।
গত বছর নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (এটিএলএএস) এই ধূমকেতুটি শনাক্ত করে।
কিংস কলেজ লন্ডনের অ্যাস্ট্রোপার্টিকল ফিজিক্স এবং কসমোলজি গবেষক ড. শ্যাম বালাজি বলেন, "বর্তমান কক্ষপথের হিসাব অনুযায়ী ধূমকেতুটি সূর্য থেকে প্রায় ৮৩ লক্ষ মাইল দূর দিয়ে অতিক্রম করবে।" এই কারণে এটিকে "সূর্যের কাছাকাছি ঘেঁষে চলা" ধূমকেতু বলা হয়।
বিশ্ববিদ্যালয়টি এই ধূমকেতুকে ১ লাখ ৬০ হাজার বছরে একবার ঘটতে যাওয়া একটি বিশেষ ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
ড. বালাজি বলেন, "ধূমকেতুটিকে দেখার সুযোগ পেরিহেলিওনের আশেপাশের দিনগুলোতে হতে পারে। তবে এটি স্থানীয় পরিস্থিতি ও ধূমকেতুর আচরণের ওপর নির্ভর করবে।"
তিনি আরও বলেন, "সব ধূমকেতুর মতোই এটি দেখতে পাওয়ার সম্ভাবনা ও এর উজ্জ্বলতা অনিশ্চিত।"
দক্ষিণ গোলার্ধের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ধূমকেতুটি দেখার জন্য "সূর্যোদয়ের আগে পূর্ব দিকের আকাশে এবং পেরিহেলিওনের পর সূর্যাস্তের পরে পশ্চিম দিকের আকাশে তাকানো উচিত।"
তবে ড. বালাজি সতর্ক করে বলেন, ধূমকেতুটি "খুব উজ্জ্বল" হওয়ার সম্ভাবনা থাকলেও এর উজ্জ্বলতা সম্পর্কে পূর্বাভাস দেওয়া "খুবই অনিশ্চিত" এবং অনেক সময় ধূমকেতু প্রত্যাশার চেয়ে ম্লান হয়ে যায়।
সূর্যের সঙ্গে ধূমকেতুর অবস্থানগত সম্পর্কের কারণে উত্তর গোলার্ধ থেকে, বিশেষ করে যুক্তরাজ্য থেকে এটি দেখা কঠিন হতে পারে।
ড. বালাজি পরামর্শ দিয়েছেন, ধূমকেতু দেখার জন্য আলো দূষণ থেকে দূরে কোনো জায়গা খুঁজে নিতে এবং দুরবিন বা ছোট একটি টেলিস্কোপ ব্যবহার করতে।
তিনি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সতর্ক থাকতে বলেছেন এবং ধূমকেতুর অবস্থান ট্র্যাক করে আকাশে কোথায় এটি দেখা যেতে পারে তা নির্ধারণ করতে বলেছেন।
এদিকে, জ্যোতির্বিদরা ধূমকেতুটির গতিপথ অনুসরণ করে যাচ্ছেন। শনিবার নাসার মহাকাশচারী ডন পিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধূমকেতুর তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, "কক্ষপথ থেকে ধূমকেতু দেখা সত্যিই বিস্ময়কর। অ্যাটলাস সি/২০৪ জি৩ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে।"