জার্মানিতে আবারও গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া
ইউরোপের দেশ জার্মানিতে আবারও জ্বালানি গ্যাসের সরবরাহ বন্ধ করেছে রাশিয়ার সরকারি জ্বালানি সংস্থা গ্যাজপ্রম। স্থানীয় সময় বুধবার (৩১ আগট) ভোরে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
সরবরাহ বন্ধের বিষয়ে গ্যাজপ্রম জানিয়েছে, এটি সাময়িক অসুবিধা। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কোনো ত্রুটি পাওয়া না গেলে, ৩ দিন পর আবারও আগের মাত্রাতেই সরবরাহ নিশ্চিত করা হবে। জুলাইয়ের শেষ থেকে পাইপলাইনটির সরবরাহ ক্ষমতার ২০ শতাংশ গ্যাস সরবরাহ করছে রাশিয়া। ত্রুটি না পাওয়া সাপেক্ষে এই মাত্রাতেই গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছে গ্যাজপ্রম।
তবে জার্মান সরকার এবং দেশটির জ্বালানি নির্বাহীরা এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে মনে করছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ও মাত্রায় আবারও সরবরাহ শুরু হয় কিনা তা পর্বেক্ষণ করবে জ্বালানি বাজার। গেল জুলাইয়েও পাইপলাইন রক্ষণাবেক্ষণের কথা বলে জার্মানিতে ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া।
অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো জার্মানিও শীতের আগেই প্রাকৃতিক গ্যাস মজুদ করতে চাইছে। তবে রাশিয়া থেকে বারবার সরবরাহ বন্ধ, উদ্বেগ তৈরি করেছে দেশটিতে।
জার্মান নীতিনির্ধারকদের অনুমান, গ্যাস মজুদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে এবং ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা তৈরি করতেই রুশ সরকার রক্ষণাবেক্ষণের নামে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে জার্মানিতে।
এদিকে, রাশিয়ার সরবরাহ বন্ধের এই পদক্ষেপে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপজুড়ে। এতে রেকর্ড মাত্রায় পৌঁছেছে গ্যাসের দাম।
তবে শুধু জার্মানিকেই টার্গেট করেনি রাশিয়া। মঙ্গলবার (৩০ আগস্ট) ফরাসি কোম্পানি এনজি বলেছে, গ্যাজপ্রম তাদেরকে জানিয়েছে, একটি চুক্তি বিবাদের জের ধরে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়েছে রাশিয়া।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের জ্বালানি স্থানান্তর মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ার-রানাচার ফ্রান্স ইন্টার রেডিওকে বলেছেন, "যুদ্ধের অস্ত্র হিসেবে নিজেদের গ্যাস সম্পদকে ব্যবহার করছে রাশিয়া; সরবরাহ সম্পূর্ণ বন্ধ হতে পারে, এমন খারাপ পরিস্থিতির জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে।"
- সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস