আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্টকে গুলি করতে গিয়ে পিস্তল জ্যাম, হত্যাচেষ্টাকারী আটক
অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কার্শনার। এক আততায়ী তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানোর সময় গুলি বের না হওয়ায় রক্ষা পান তিনি।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তা-তে দেখা যাচ্ছে কার্শনার তাকে ঘিরে থাকা সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে এগিয়ে যাচ্ছেন। এ সময় ভিড়ের মধ্য থেকে একটি পিস্তলধরা হাত তার মুখমণ্ডল লক্ষ্য করে বেরিয়ে আসে।
দ্রুত ট্রিগার চেপে আততায়ী তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। কিন্তু পিস্তল জ্যাম হয়ে যাওয়ায় গুলি বের হয়নি। হঠাৎ চোখের সামনে পিস্তল দেখে আত্মরক্ষার জন্য মাথা নিচু করে ফেলেন কিংকর্তব্যবিমূঢ় কার্শনার। ঘটনার পরপরই আশেপাশের মানুষ ওই বন্দুকধারীকে জাপটে ধরেন।
দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় আদালতে গিয়েছিলেন কার্শনার। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলার চেষ্টা করা হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বন্দুকধারী ৩৫ বছর বয়সি একজন ব্রাজিলীয়। তাকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।
২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন কার্শনার। এ হত্যাচেষ্টার পেছনে মোটিভ খুঁজছে পুলিশ।
হামলার হাতিয়ারটিও উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটিতে পাঁচটি গুলি ছিল। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কার্শনার।
সূত্র: বিবিসি