ভিয়েতনামের কারাওকে বারে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩২
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বিন দুং প্রদেশের থুয়ান আন শহরের বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় কয়েকজন কর্মচারী এবং গ্রাহক ভেতরে আটকা পড়েন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও পরের দিন আবার আগুন ধরে যায়।
ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার পর্যন্ত অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা বেশি থাকার কারণে অন্তত একটি কারাওকে রুম এবং একটি স্টোরেজ রুমে প্রবেশ করা যায়নি।
অগ্নিকাণ্ড থেকে বাঁচতে কয়েকজন ভবনটির ওপর তলা থেকে লাফ দেন। এছাড়া দমকলকর্মীরা ট্রাক থেকে মই ব্যবহার করে অন্যদের উদ্ধার করেন।
দেশটির প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সরকারি কর্মকর্তাদের পরিবারকে সহায়তা করতে এবং দ্রুত আগুনের কারণ খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটির দ্বিতীয় বা তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।