জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পুরো কোম্পানি দান করলেন মার্কিন বিলিয়নেয়ার
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজের পুরো প্রতিষ্ঠানই দান করে দিলেন আমেরিকান রিটেইল আউটফিট কোম্পানি প্যাটাগোনিয়া ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ইভন চৌনার্ড।
আউটডোর পোশাকের জন্য বিখ্যাত প্যাটাগোনিয়ার ব্যবসা থেকে বিলিয়নেয়ার হন ইভন। ৪৯ বছর বয়সী প্রতিষ্ঠানটির মালিকানা ত্যাগ করে বুধবার একে ট্রাস্ট ও অলাভজনক সংস্থায় স্থানান্তর করে চৌনার্ড পরিবার। প্যাটাগোনিয়ার ভবিষ্যৎ মুনাফাকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগানোর অঙ্গীকার করেন তারা।
ইভন ও তাঁর স্ত্রী মেলিন্ডা এবং তাদের চলিশোর্ধ্ব দুই সন্তান ফ্লেচার চৌনার্ড এবং ক্লেয়ার চৌনার্ড প্যাটাগনিয়ার ৩০০ কোটি ডলার মূল্যের মালিকানা একটি বিশেষ ট্রাস্ট ও অলাভজনক সংস্থায় স্থানান্তর করেছেন। কোম্পানির স্বতন্ত্রতা রক্ষা করে বাৎসরিক প্রায় ১০০ মিলিয়ন ডলারের মুনাফা যেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বিশ্বজুড়ে অব্যবহৃত ভূমি সংরক্ষণে ব্যয় করা হয় তা এই সংস্থার মাধ্যমে নিশ্চিত করা হবে।
ইলন মাস্কের মতো বিলিয়নেয়াররা যখন পৃথিবীকে আরও ভালো একটি জায়গা হিসেবে গড়ে তুলতে বাগাড়ম্বরে ব্যস্ত তখন চৌনার্ড পরিবার বাস্তবেই সাহসী এই উদ্যোগ নিয়েছে।
রক ক্লাইম্বার হিসেবে সুপরিচিত ৮৩ বছর বয়সী ইভন এক সাক্ষাৎকারে জানান, 'আশা করছি এর মাধ্যমে এক নতুন ধারার পুঁজিবাদ গঠিত হবে যেখানে অজস্র গরীব মানুষের মাঝে স্রেফ গুটিকয়েক ধনী ব্যক্তি রাজত্ব করবেন না।'
'পৃথিবীকে বাঁচাতে যারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের অধিকাংশ অর্থই আমরা তাদের দান করে দিচ্ছি', বলেন তিনি।
প্যাটাগোনিয়া ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি বেসরকরি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তাদের ব্যবসা চালিয়ে যাবে। প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার সমমূল্যের জ্যাকেট, হ্যাট এবং স্কাই প্যান্ট বিক্রি করে প্যাটাগোনিয়া। তবে চৌনার্ড পরিবার এখন আর কোম্পানির মালিক থাকবে না।
কোম্পানির সমস্ত ননভোটিং শেয়ার অথবা মোট শেয়ারের ৯৮ শতাংশ এখন হোল্ডফাস্ট কালেক্টিভ নামে একটি নতুন সংস্থার মালিকানাধীন হবে। কোম্পানিতে পুনঃবিনিয়োগ না করা প্রতিটি ডলার এখন থেকে প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত সংকটের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত হবে।
অন্যদিকে কোম্পানির ভোটিং শেয়ারগুলো এখন প্যাটাগোনিয়া পারপাস ট্রাস্ট নামে অপর একটি সংস্থার মালিকানাধীন হবে। এই ট্রাস্টের উদ্দেশ্য হবে প্যাটাগোনিয়ার মূল্যবোধ ধারণ এবং নতুন ধারার একটি পুঁজিবাদের মাধ্যমে কীভাবে পৃথিবীকে রক্ষার উদ্দেশ্যে কাজ করা যায় তার উদাহরণ হয়ে ওঠা।
- সূত্র: ফোর্বস ও নিউ ইয়র্ক টাইমস