রাশিয়ার মিসাইল হামলায় পানি সরবরাহ বিচ্ছিন্ন কিয়েভের বেশিরভাগ এলাকায়
আজ সোমবার (৩১ অক্টোবর) ইউক্রেনজুড়ে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিভিন্ন শহর ও এলাকার বিদ্যুৎ ও পানি সরবরাহের অত্যাবশ্যক স্থাপনা ধবংস হয়েছে। খবর এক্সিওজের
ক্রিমিয়ায় রুশ জাহাজে ড্রোন হামলার পেছনে ইউক্রেন ও যুক্তরাজ্যের হাত রয়েছে– রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ আসার পর এই হামলা করা হলো।
সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় প্রায় ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে, যার আওতায় পড়েছে ৩ লাখ ৫০ হাজার বাড়ি। এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানান নগর মেয়র ভিটালি ক্লিৎশেকো।
সেবা বিচ্ছিন্ন হওয়ায় বিকল্প হিসেবে তিনি নগরবাসীর প্রতি পরামর্শ দেন, 'প্রয়োজন হলে নিকটবর্তী পাম্প অথবা পানি বিক্রয়ের পয়েন্ট থেকে কিনে মজুত করে রাখুন'।
আরেকটি পোস্টে তিনি জানান, তিন থেকে চার ঘণ্টার মধ্যে শহরের কিছু কিছু এলাকায় পানি সরবরাহ শুরু করা সম্ভব হবে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল এক টেলিগ্রাম পোস্টে জানান, '১০টি অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮টি স্থাপনা, যার বেশিরভাগই বিদ্যুৎ ও জ্বালানির'।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, খারকিভ লক্ষ্য করেও মিসাইল হামলা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি অত্যাবশ্যক স্থাপনা।
চেরকাসি এবং কিরোভরাদ অঞ্চলেও অত্যাবশ্যক স্থাপনায় হামলা হয়েছে। তবে সোমবার লাভিভ শহরের কাছাকাছি কয়েকটি রুশ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয় ইউক্রেনীয় বাহিনী।
উচ্ছ্বাস প্রকাশ করে লাভিভের আঞ্চলিক প্রশাসক মাকশিম কোজিতস্কি টেলিগ্রামে জানান, 'ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে'।