সেন্ট্রাল লন্ডনের টিউব স্টেশনে পপি ফুল বিক্রি করে যাত্রীদের অবাক করে দিলেন ঋষি সুনাক!
সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে জনতার ভিড়ের মধ্যে পপি ফুল বিক্রি করে যাত্রীদের অবাক করে দিয়েছেন ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রয়্যাল ব্রিটিশ লিজিয়নের (আরবিএল) বার্ষিক 'পপি আপিল' উপলক্ষে তহবিল সংগ্রহের জন্য এ উদ্যোগে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা স্টিফেন লা রু, খবর দ্য টেলিগ্রাফের।
এদিন ঋষি সুনাককে ট্রে ভর্তি পপি ফুল হাতে নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায়, যদিও কোনো গণমাধ্যমকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি।
আরবিএল জানায়, সকালের এই ব্যস্ততম সময়ের মধ্যেও তাদের সাথে মিলে তহবিল সংগ্রহের জন্য দাঁড়ানোয় তারা ঋষি সুনাকের কাছে কৃতজ্ঞ। এদিকে, উপস্থিত অন্যরাও প্রধানমন্ত্রীর এই হঠাৎ আগমনে নিজেদের বিস্ময়ের অভিব্যক্তি প্রকাশ করেন।
এ প্রসঙ্গে টোরি দলের এমপি অ্যান্ড্রু স্টিফেনসন লিখেছেন, "আজ সকালে ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে 'পপি আপিল' এর জন্য পপি ফুল বিক্রি করতে দেখে ভালো লাগছে।"
অপারেশনস ও ডেটা অ্যানালিস্ট লুইস জানান, তিনি ৫ ডলার দিয়ে ঋষি সুনাকের কাছ থেকে একটি পপি ফুলও কিনেছেন। তার ভাষ্যে, "এতটা কম দামে পাবো আশা করিনি! আমি ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে আমার টিকিট কিনতে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম সেনাবাহিনীর নারী-পুরুষদের সাথে দাঁড়িয়ে তিনি পপি বিক্রি করছেন।"
লুইস বলেন, ঋষি সুনাক যেভাবে বরিস জনসনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তা নিয়ে একটু সংশয় থাকলেও, ঋষি সুনাককে তার 'ভালো'ই মনে হয়েছে। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বেশ বিনয়ী ও সহজগম্য একজন ব্যক্তি বলেও মন্তব্য করেন তিনি। লুইসের ভাষ্যে, "তাকে (ঋষি সুনাক) ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে দেখে আমি ভীষণ অবাক হয়েছি!"
সেদিন স্টেশনে থাকা আরেকজন যাত্রী টুইটারে লিখেছেন, "আজ সকালেই ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে আমার বাবা ঋষি সুনাককে দেখেছে... আর তিনি পপি বিক্রি করছিলেন!
উল্লেখ্য যে, লন্ডন পপি ডে উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আরবিএল ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে মাঠে নামে।