আবারও নির্বাচনে ফিরলেন মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে আবারও অংশ নিচ্ছেন দেশটির প্রায় শতবর্ষীয় প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার (৫ নভেম্বর) নিজের প্রার্থীতা দাখিল করেছেন তিনি। খবর এএফপির।
এর ফলে আগামী ১৯ নভেম্বরের নির্বাচনের লংকাউইয়ের হলিডে দ্বীপে নিজের সংসদীয় আসন রক্ষায় লড়বেন মাহাথির।
এর আগে, দু'বার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন এবং দ্বিতীয়বার ২০১৮ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে 'বিশ্বের সবচেয়ে বয়স্ক বর্তমান প্রধানমন্ত্রী'-এর খেতাব নিয়ে ৯২ বছর বয়সে আবারও তিনি প্রধানমন্ত্রী হন। তবে সেইবার দলের অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময় পদে থাকতে পেরেছিলেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে সরাতে নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় নির্বাচনে জিতে আবারও দেশটির প্রধানমন্ত্রী হন মাহাথির। তবে, নানান রাজনৈতিক ইস্যুতে ২০২০ সালের ফেব্রুয়ারিতেই পদত্যাগ করেন তিনি।
দেশটির ক্ষমতাসীন জোটের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সেই রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে গেল অক্টোবরের ১০ তারিখ দেশটির জাতীয় সংসদ ভেঙে দেন বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
ফলে আগামী বছরের সেপ্টেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় ১০ মাস আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, পার্লামেন্ট বিলুপ্তির ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হয়।
ইতোমধ্যে, ১৯ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
আশা করা হচ্ছে, আগাম নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও স্থিতিশীলতা ফিরে আসবে।