প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার পথে রিপাবলিকানরা, সিনেটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বৃহস্পতিবার (১০ নভেম্বর) আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠা অর্জনের একেবারে কাছাকাছি রয়েছে রিপাবলিকান দল। অন্যদিকে, উচ্চকক্ষ সিনেটে এখনও চলছে ডেমোক্র্যাট-রিপাবলিকান হাড্ডাহাড্ডি লড়াই। খবর রয়টার্সের।
এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদের অন্তত ২১০টি আসন রিপাবলকানদের দখলে। সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন দখলের প্রয়োজন, অর্থাৎ এখনও ৮টি আসনের ঘাটতিতে রয়েছে দলটির। অন্যদিকে, ডেমোক্র্যাটদের দখলে রয়েছে অন্তত ১৯১টি অসন।
রিপাবলিকানদের ভাগ্য নির্ভর করছে এখনও ফলাফল প্রকাশিত না হওয়া প্রতিনিধি পরিষদের ৩৩টি আসনের ওপর। যদিও বিভিন্ন বিশ্লেষক সংস্থার পূর্বানুমান, রিপাবলিকানরাই কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। তবে চূড়ান্ত ফলাফল জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
এদিকে, সিনেটের ভাগ্যও এখনও নিশ্চিত নয়। নেভাডা এবং অ্যারিজোনার ফলাফলের ওপর নির্ভর করছে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা। উভয় অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে।
জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী রাফেল ওয়ার্নক ও রিপাবলিকান হার্শেল ওয়াকার উভয়েই মঙ্গলবার ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এর ফলে তাদের মধ্যে টস-আপ হতে চলেছে বলে সিবিএস নিউজের বিশ্লেষণ। সিনেটের সংখ্যাগরিষ্ঠতায় দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো রানঅফ নির্বাচন হতে চলেছে জর্জিয়ায়।
এরমধ্যে পেনসিলভেনিয়ার সিনেটের দৌড়ে রিপাবলিকান টেলিভিশন সেলিব্রিটি মেহমেত ওজকে হারিয়েছেন ডেমোক্র্যাট জন ফেটারম্যান। যদিও অল্পের ব্যাবধানে হেরেছে রিপাবলিকান, তারপরেও ডেমোক্র্যাটদের জন্য এই জয় অনেক বড়। ফেটারম্যানের বিজয়ের মাধ্যমেই সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার পথে এগোচ্ছে ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত এটিই বোধহয় ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে বড় জয়।
তবে বেশকিছু গুরুত্বপূর্ণ আসন ডেমোক্র্যাটরা ধরে রাখলেও ফ্লোরিডায় আবার রিপাবলিকানরাই এগিয়ে রয়েছে।
মোটের ওপর সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে।
এদিকে, বুধবার (৯ নভেম্বর) কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠাতা অর্জনের বাস্তবতা মেনে নিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, রিপাবলিকান হাউসের নেতা কেভিন ম্যাকার্থির সঙ্গে ফোনালাপও করেছেন বাইডেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেলে, ম্যাকার্থি হাউস স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, "আমেরিকান জনগণ স্পষ্ট করে দিয়েছে বলে আমি মনে করি; তারা আশা করে, আমার সঙ্গে রিপাবলিকানরাও কাজ করার জন্য প্রস্তুত থাকুক।"
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অতি ডানপন্থী হিসেবে পরিচিত রয়েছে ম্যাককার্থির। তিনি যদি পরবর্তী হাউস স্পিকার হন, তবে তার সঙ্গে ডেমোক্র্যাটদের যেকোনো সিদ্ধান্তে সমঝোতায় আসা বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে।