মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন দেশটির রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজপ্রাসাদের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে; সেইসঙ্গে আরও জানানো হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন। খবর রয়টার্সের।
এর আগে, শনিবার (১৯ নভেম্বর) দেশটির সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাক সংসদীয় আসন নিশ্চিত করতে না পারায় এক নজিরবিহীন ঝুলন্ত পার্লামেন্ট অবস্থা তৈরি হয় মালয়েশিয়ায়।
পরে নির্বাচন পরবর্তী সেই রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে নতুন সরকার গঠনের জন্য দলগুলোকে জোট গঠনের আদেশ দেন রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন। রাজার নির্দেশনা অনুযায়ী, দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধান ন্যাশনাল অ্যালায়েন্সের মুহিউদ্দিন ইয়াসিন এবং পাকাতান হারাপানের আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দলের ১১২ জন বা এরচেয়েও বেশি আইনপ্রণেতার নাম জমা দেন।
মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক ক্যারিয়ার তিন দশক গড়ালেও এর আগে প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেননি তিনি। ১৯৯০ এর দশকের দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং ২০১৮ সালে 'অফিশিয়াল প্রাইম মিনিস্টার-ইন-ওয়েটিং' অবস্থায় ছিলেন। রাজনৈতিক জীবনের একটি বড় সময় তিনি দুর্নীতি ও সমকামী যৌনতার কেলেঙ্কারি মাথায় নিয়ে কারাগারে কাটিয়েছেন। মূলত এ কারণেই বারবার প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে ছিটকে যাচ্ছিলেন আনোয়ার ইব্রাহিম।
অবশেষে, সকল বাধা-বিপত্তি ও অনিশ্চয়তা কাটিয়ে এবার অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ পেলেন তিনি। রাজার সিদ্ধান্তের পর নির্বাচনের ফল প্রকাশের ৫ দিনের মাথায় বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী পেলো মালয়েশিয়া।