৮৪ দেশের ৫০০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য ঝুঁকির মধ্যে
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, একটি হ্যাকিং ফোরামে তাদের প্রায় ৫০০ মিলিয়ন ব্যবহারকারীর ফোন নম্বর সম্বলিত একটি ডাটাবেস বিক্রি করেছেন এক অজানা বিক্রেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বর্তমানে প্রায় ২ বিলিয়ন ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের।
সাইবারনিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপের দাবি, বিক্রি হওয়া ডাটাবেসে ৪৮৭ মিলিয়ন ফোন নম্বর রয়েছে।
ভারতসহ ৮৪টি দেশের ব্যবহারকারী রয়েছে এ তালিকায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির দাবি, সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রায় এক চতুর্থাংশের তথ্য চুরি করা হয়েছে।
এরমধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (৩২ মিলিয়ন ব্যবহারকারী), যুক্তরাজ্য (১১ মিলিয়ন ব্যবহারকারী), রাশিয়া (১০ মিলিয়ন ব্যবহারকারী), ইতালি (৩৫ মিলিয়ন ব্যবহারকারী), সৌদি আরব (২৯ মিলিয়ন ব্যবহারকারী), ভারত (৬ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী)।
চুরি হওয়া ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে হ্যাকাররা স্প্যামিং, ফিশিং, আইডেন্টিটি থেফটের মতো আরো অন্যান্য সাইবার ক্রাইম করতে পারে।
তবে, ঠিক কোন কোন ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের কাছে আছে তা না জান গেলেও, তাদের আক্রমণ থেকে বাঁচতে কিছু পদক্ষেপ নিতে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং প্রোফাইল ছবি হাইড করার পাশাপাশি আরো কিছু সেটিংস ব্যবহার করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন তারা।