প্রতিরক্ষা খাতে ব্যয়ের শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৫০ নম্বরে
২০২২ সালের প্রতিরক্ষা খাতে ব্যয়ের র্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)। বিশ্বে প্রতিরক্ষা খাতে ব্যয়ের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্বের ১৪২টি দেশ নিয়ে এ বছরের 'ডিফেন্স স্পেন্ডিং বাই কান্ট্রি' তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান হলো ৫০তম, প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৬ষ্ঠ। পাকিস্তান আছে ৩১তম নম্বরে।
তালিকা অনুযায়ী সামরিক খাতে ব্যয়ের শীর্ষ ১০ দেশ হলো- ১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. রাশিয়া, ৪. যুক্তরাজ্য , ৫. জার্মানি, ৬. ভারত, ৭. জাপান ৮. দক্ষিণ কোরিয়া ৯. সৌদি আরব ও ১০. অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৮৫৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস করেছে দেশটি।