এশিয়ার সেরা অর্থনৈতিক প্রবৃদ্ধি ভিয়েতনামের
২০২২ সালে এশিয়ায় সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে ভিয়েতনামের অর্থনীতির। বৈশ্বিক মন্দার আশঙ্কা বাস্তবে রূপ নেওয়ার আগে দেশটির জন্য এটি সুখবরই বটে। খবর ব্লুমবার্গের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পাওয়া সরকারি তথ্যানুসারে, চলতি বছর ভিয়েতনামের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮.০২ শতাংশে পৌঁছে। প্রথমে ভিয়েতনাম সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৬-৬.৫ শতাংশ। সেই লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেল দেশটির জিডিপি প্রবৃদ্ধি।
ভিয়েতনামের সাধারণ পরিসংখ্যান দপ্তরের প্রধান এনগুয়েন থি হুয়ং-এর তথ্যমতে, চলতি বছর ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল উৎপাদন খাত। ২০২২-এ দেশটির এ খাতের প্রবৃদ্ধি ছিল ৮.২ শতাংশ।
পাশাপাশি সেবা খাতের শক্তিশালী উন্নতিও প্রবৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে জানান তিনি।
তবে গত ১৪ ডিসেম্বর এক বিবৃতিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, বৈশ্বিক অর্থনীতির এই অনিশ্চয়তার সময় ভিয়েতনাম ভালো করলেও দেশটির অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ঝুঁকি রয়ে গেছে। কারণ দেশটির বাণিজ্য বাড়তে থাকলেও বিশ্বজুড়ে ভিয়েতনামের রপ্তানিপণ্যের চাহিদা কমে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে।
এডিবি পূর্বাভাস দিয়েছে, প্রধান বাণিজ্য অংশীদারগুলোর অর্থনীতির গতি কমে যাওয়ায় ২০২৩ সালে ভিয়েতনামের প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ১৪ শতাংশ কমে গেছে। তবে এ মাসে পাইকারি বিক্রি ১৭.১ শতাংশ বেড়েছে।
সেইসঙ্গে চলতি বছরের ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ভিয়েতনামে ভোক্তাপর্যায়ে পণ্যমূল্য বেড়েছে ৪.৫৫ শতাংশ। খাদ্য, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসেবা বাদে মূল্যস্ফীতির হার ছিল ৪.৯৯ শতাংশ।
ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বুই থুই হাংয়ের মতে, আগামী বছর মূল্যস্ফীতি বাগে রাখতে দেশটিকে বেগ পেতে হবে।
২০২৩ সালে ভিয়েতনামে ভোক্তাপর্যায়ে পণ্যমূল্য বাড়বে। এছাড়া বছরের শুরুর দিকে মূল্যস্ফীতির হার ৫ শতাংশ ছোঁয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যা দেশটির সরকারের সারা বছরের লক্ষ্যমাত্রা ৪.৫ শতাংশের চেয়ে বেশি।