স্পিকার নির্বাচনে বারবার ব্যর্থ রিপাবলিকান প্রার্থী, ১৯২৩ সালের পর এমন ঘটল!
মার্কিন প্রতিনিধি পরিষদে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নিম্নকক্ষের স্পিকার নির্বাচনে পর্যাপ্ত ভোট পেতে বারবার ব্যর্থ হচ্ছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ১৯২৩ সালের পর,অর্থাৎ গত প্রায় ১০০ বছরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ ধরনের ঘটনা এবারই প্রথম।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে (৩ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের প্রথম রাউন্ড ভোটে প্রয়োজনীয় সমর্থন অর্জনে ব্যর্থ হন সংখ্যাগরিষ্ঠ কোনো দলের প্রার্থী। ফলে এইদিন স্পিকার ছাড়াই হাউস মুলতবি ঘোষণা করা হয়।
গেল নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে প্রধান বিরোধীদল রিপাবলিকান। এই জয়ের পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল, নতুন বছরে এক নতুন কংগ্রেসের সূচনা করবে রিপাবলিকান পার্টি। তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ম্যাকার্থির বারবার ব্যর্থতা, সেই আশা স্লান করে দিচ্ছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কেভিন ম্যাকার্থির নিজের দল রিপাবলিকানদের বড় একটি অংশই তাকে সমর্থন করছেন না। ভোট পেতে শেষ মুহূর্তে নানান ধরনের ছাড় দিয়েও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি তিনি।
স্পিকার নির্বাচনে এখন পর্যন্ত টানা ৩ রাউন্ড ভোটেই হেরেছেন ক্যালিফোর্নিয়ার এই কংগ্রেসম্যান। স্পিকার হতে ২১৮টি ভোটের প্রয়োজন হলেও সবশেষ হিসাব অনুযায়ী তিনি পেয়েছেন ২০২ ভোট।
জানা গেছে, আজ বুধবার (৪ জানুয়ারী) আরও একবার ভোটাভুটির লড়াইয়ে নামবেন তিনি। তবে চতুর্থবারে তার ভাগ্য ফিরবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করা পর্যন্ত চলতে থাকবে ভোট।
এদিকে বিশ্লেষকরা বলছেন, এমনকি যদি ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে স্পিকার নির্বাচিতও হন, তারপরেও কংগ্রেসের মধ্যকার বিশৃঙ্খলা থামবে না। কারণ এমনটি হলে, আগামী দুই বছরের জন্য পার্লামেন্টে মধ্যপন্থী এবং ডানপন্থী রিপাবলিকানরা বিভিন্ন নীতি-সিদ্ধান্তে নিজেরদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন।