গ্রামের চায়ের দোকানে ঢুকে নিজ হাতে চা বানালেন মমতা ব্যানার্জি
জেলা সফরে বেরিয়ে গ্রামের চায়ের দোকানে ঢুকে নিজ হাতে চা বানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (১ ফেব্রুয়ারি) বীরভূম জেলায় একটি প্রশাসনিক সভা শেষে মুখ্যমন্ত্রী স্থানীয় একটি গ্রাম ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমসহ অন্যান্য নেতা ও মন্ত্রীরা।
গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই সোনাঝুরির একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা ব্যানার্জি। সবাই যখন ভাবছিলেন তিনি চা পান করতে ঢুকেছেন, তখন সবাইকে অবাক করে দিয়ে নিজেই চা বানানোর বন্দোবস্ত করেন মুখ্যমন্ত্রী। নিজেই দোকানির কাছ থেকে চা পাতা, চিনি, দুধ চেয়ে নেন এবং চুলায় বসিয়ে দেন চা।
চা বানানোর ফাঁকে ফাঁকে দোকান মালিকের ও তার পরিবারেরও খোঁজখবর নেন মমতা ব্যানার্জি। জানতে চান তাদের কাছে যে তারা রেশন পান কিনা, তাদের বাচ্চারা পড়াশোনা করতে যায় কিনা। মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় আপ্লুত হয়ে পড়েন দোকানিও। এছাড়া, সবাই মিলে চা খাওয়ানোর পর চায়ের বিলও মিটিয়েছেন মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী নিজের হাতে চা বানিয়ে খাওয়ানোয় এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় চায়ের দোকানটিতে। মমতা ব্যানার্জিকে এত কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকার মানুষেরা।