এবার কানাডার আকাশসীমায় ‘সন্দেহজনক বস্তু’, গুলিতে ভূপাতিত করল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন নিয়ে ইতোমধ্যেই বহু বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ কানাডার আকাশসীমায় সন্দেহজনক-অজ্ঞাত আরেকটি বস্তুর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। মার্কিন যুদ্ধবিমানের মাধ্যমে সন্দেহজনক ঐ বস্তুটি এরই মধ্যে ভূপাতিত করা হয়েছে, খবর বিবিসির।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার পর সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান এফ-২২ সেটিকে গুলি করে ভূপাতিত করে।
আকাশে অনেক ওপর দিয়ে উড়তে থাকা বস্তুটি প্রথম শনাক্ত করে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড। যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে নজরদারির দায়িত্ব পালন করে থাকে এই সংস্থাটি। কানাডার আকাশে সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
জাস্টিন ট্রুডো এক টুইটার পোস্টে জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি সন্দেহজনক বস্তুটি নিয়ে কথা বলেছেন। এখন কানাডার সেনাবাহিনী ওই বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করবে।
অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বস্তুটিকে শনাক্ত করার পর ২৪ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুমতিক্রমে সেটিকে ভূপাতিত করা হয়েছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, এফবিআই কানাডার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করবে। বস্তুটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে উভয় দেশের নেতাই বস্তুটির ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত শনিবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের জলসীমায় আটলান্টিক মহাসাগরে যুদ্ধবিমানের মাধ্যমে চীনা নজরদারি বেলুন গুলি করে ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল।
তবে যুক্তরাষ্ট্রের এ দাবির কয়েক ঘণ্টা পরে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল এবং এটি ভুলক্রমে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল; এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।