টেসলার প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার দান করেছেন ইলন মাস্ক
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক নিজের কর্মকাণ্ডের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার ইতিবাচক একটি কাজের জন্য আলোচনায় উঠে এসেছেন এই বিলিয়নিয়ার। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, গত বছর প্রায় ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন তিনি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এসইসি'র নথিতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১ কোটি ১৬ লাখ শেয়ার দান করেছেন মাস্ক; যার বাজারমূল্য প্রায় ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার।
অনুদানের শেয়ার কিংবা অর্থ এক নাকি একাধিক প্রতিষ্ঠান পেয়েছে তা নথিতে উল্লেখ করা হয়নি। এমনকি প্রাপকদের মধ্যে কারও নামও সেখানে বলা হয়নি। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক বর্তমানে টেসলার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক।
তবে টেসলার এ বিনিয়োগেও ব্যবসা দেখছেন বহু বিশ্লেষক। তাদের মতে, টেসলার শেয়ার দান করার মধ্য দিয়ে বিশেষ কর সুবিধা পেতে পারেন মাস্ক। কেননা, দাতব্য প্রতিষ্ঠানকে দান করা শেয়ারগুলো থেকে যে মূলধন লাভ হয়েছে, তার ওপর কর দিতে হয় না। অন্যদিকে মাস্ক যদি তা বিক্রি করে দিতেন সেক্ষেত্রে এসব শেয়ার থেকে আয়ের উপর তাকে কর দিতে হতো।
নিজের কোম্পানি থেকে দাতব্য সংস্থায় দানের ঘটনা মাস্কের ক্ষেত্রে এই প্রথম নয়। ২০২১ সালেও তিনি প্রায় ৫.৭৪ বিলিয়ন মার্কিন ডলার দান করেছিলেন। ২০০১ সালে মার্কিন স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা 'মাস্ক ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে মাস্ক তার ফাউন্ডেশনে ১.২ মিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার দান করেছিলেন।
বর্তমানে টুইটারের সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন মাস্ক। চলতি বছরের শেষ নাগাদ টুইটারের নতুন সিইও নিয়োগ দিতে চাচ্ছেন তিনি। তবে নতুন সিইও নিয়োগ দেয়ার আগে টুইটারকে আর্থিকভাবে আরও স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন ১৯৯ বিলিয়ন ডলারের মালিক এ ধনকুবের।