স্মার্টফোন ব্যবহার কমাতে প্রজন্ম জেড এখন ঝুঁকছে বাটন ফোনে!
বিশ্বজুড়ে যখন পুরোনো মডেলের সাধারণ বাটন ফোনগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। খবর সিএনবিসি'র।
নোকিয়া ফোনের নির্মাতা এইচএমডি গ্লোবাল-এর মতো কোম্পানিগুলো এখন পুরোনো ধাঁচের বিভিন্ন বাটন ফোন নিয়মিত লাখে লাখে বিক্রি করছে। এসব ফোনের মধ্যে রয়েছে ফিচার ফোন, ফ্লিপ ফোন, স্লাইড ফোন ইত্যাদি।
'আমার মনে হয় জেনারেশন জেড-এর অনেকেই এখন ডিজিটাল পর্দার প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠছে,' বলেন ফিচার ফোনের ইনফ্লুয়েন্সার হোসে ব্রায়োনেস।
যুক্তরাষ্ট্রে ২০২২ সালে ফ্লিপ ফোনের বিক্রি বেড়েছে এইচএমডি গ্লোবালের। প্রতি মাসেই কয়েক হাজার এ ধরনের ফোন বিক্রি করছে প্রতিষ্ঠানটি। তবে একই সময়ে এটির ফিচার ফোন বিক্রির হার কমে গেছে।
২০২২ সালে মোট ফিচার ফোন বিক্রির ৮০ শতাংশই হয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ও ভারতে। তবে অনেকে এ বাজারের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন, কারণ যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এখন সাধারণ ফোনগুলোর দিকেই ঝুঁকছে।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ ফোনগুলোর বিক্রি পাঁচ শতাংশ বেড়ে যাবে।
বর্তমানে ইউটিউবেও অনেক ইনফ্লুয়েন্সার এ ধরনের সাধারণ বাটন, ফিচার ফোনগুলোর পক্ষে প্রচারণা শুরু করেছেন।