সমালোচনার মুখে নিউজিল্যান্ডে শিশুদের বিড়াল শিকারের প্রতিযোগিতা বাতিল
সমালোচনার মুখে নিউজিল্যান্ডে শিশুদের বিড়াল শিকারের একটি প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিযোগিতার আয়োজকেরা ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য 'ফেরাল ক্যাট' শিকারের নতুন একটি ক্যাটাগরি যোগ করার পরই সমালোচনার ঝড় ওঠে। (এ ধরনের বিড়াল গৃহপালিত হলেও রাস্তায় থাকতে থাকতে প্রতিকূল পরিবেশে এক সময় মানুষের কাছে ঘেঁষা বন্ধ করে দেয়)।
দেশটিতে ফেরাল ক্যাটকে ফসল বিনষ্টকারী এবং দেশের জৈব নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়।
প্রতিযোগিতায় শিশুদের পোষা প্রাণী হত্যা না করতে এবং পুরস্কারের জন্য যত বেশি সম্ভব ফেরাল ক্যাট শিকারে উৎসাহিত করা হয়।
এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ পর্যন্ত যে শিশু সবচেয়ে বেশি প্রাণীটির শিকার করতে পারবে, সে জিতে নেবে আড়াইশ নিউজিল্যান্ড ডলার (১৫৫ ডলার প্রায়)।
এ ঘোষণার পরপরই প্রাণী অধিকার রক্ষা কর্মীদের নিন্দার মুখে পড়েন আয়োজকেরা।
মঙ্গলবার নিউজিল্যান্ডের 'সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস' সংস্থা জানায়, শিশুদের দিয়ে ফেরাল ক্যাট শিকারের আয়োজনটি বাদ দেওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন।
এক প্রতিনিধি দাবি করেন, শুধু শিশুরাই না, প্রাপ্তবয়স্করাও সব সময় ফেরাল ক্যাট, স্ট্রে ক্যাট আর গৃহপালিত বিড়াল আলাদা করে চিনতে পারে না।
এ আয়োজনের মাধ্যমে তাই অনেক পোষা বিড়ালের মৃত্যুর আশংকা থেকে যায়।
প্রাণীদের কল্যাণে নিয়োজিত আরেকটি দাতব্য সংস্থা সেফের একজন মুখপাত্র স্থানীয় এক মিডিয়াকে বলেন, "আমাদের উচিত সন্তানদের প্রাণীর প্রতি সহানুভূতি শেখানো, তাদেরকে হত্যার সরঞ্জাম তো আমরা তুলে দিতে পারিনা শিশুদের হাতে!"
দেশটির সাউথ আইল্যান্ডের নর্থ ক্যান্টারবেরিতে স্থানীয় একটি স্কুলের জুন মাসের তহবিল সংগ্রহের জন্য এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।
বৃহৎ এই গ্রামীণ এলাকায় শিকার খুব জনপ্রিয়। প্রতিবছরই এ প্রতিযোগিতায় শিশু সহ শত শত মানুষ অংশ নেয়, যেখানে বুনো শুকর, হরিণ এবং খরগোশ শিকারের প্রতিযোগিতা চলে।
নর্থ ক্যান্টারবেরি হান্টিং কম্পিটিশনের আয়োজকরা মঙ্গলবার ইভেন্টটি বাতিল করার ঘোষণার সময় ফেসবুকে জানান যে, তারা এর বিরুদ্ধে 'অনুপযুক্ত' ইমেইল পেয়েছেন।
তবে অনেকেই এই আয়োজনের পক্ষে মত দিয়েছেন। স্থানীয় এক অধিবাসী লেখেন, "যদি মানুষ জানত যে বন্য বিড়াল চারপাশে কী ক্ষতি করে রাখে!"
"তারা আমাদের কৃষিতেও প্রভাব ফেলে। বন্য বিড়াল নানান রোগ বহন করে...যখনই আমরা তাদের দেখতে পাবো, গুলি চালাব।"
অনুমান করা হয় যে, নিউজিল্যান্ডে প্রায় ১২ লাখ পোষা বিড়াল রয়েছে, ফেরাল ক্যাটের সংখ্যা এর দ্বিগুণেরও বেশি।
নিউজিল্যান্ডের বৃহত্তম প্রাণি সংরক্ষণ গোষ্ঠী দ্য রয়াল ফরেস্ট অ্যান্ড বার্ড প্রোটেকশন সোসাইটির হিসাব অনুযায়ী, ফেরাল ক্যাট প্রতি বছর প্রায় ১১ লাখের বেশি দেশীয় পাখি এবং কয়েক লাখ বিদেশি পাখির মৃত্যুর জন্য দায়ী।
দেশটির বায়ো-সিকিউরিটি এক্সপার্ট ড. হেলেন ব্ল্যাকি রেডিও নিউজিল্যান্ডকে জানান, ফেরাল ক্যাট ছয় ধরনের পাখির বিলুপ্তির জন্য দায়ী; পাশাপাশি বাদুড়, ব্যাঙ এবং টিকটিকির সংখ্যা হ্রাসের পেছনেও এই প্রাণীর ভূমিকা রয়েছে।
এছাড়াও তারা টক্সোপ্লাজমোসিস নামক একটি পরজীবী সংক্রমণবাহী; এ রোগটি নিউজিল্যান্ডের ভেড়া শিল্পে ক্ষতিকর প্রভাব ফেলেছে।