মাঝ আকাশেই ধ্বংস স্পেসএক্সের রকেট স্টারশিপ
বৃহস্পতিবার টেক্সাসে অবস্থিত স্টারবেস থেকে উৎক্ষেপণের পরপরই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল স্পেসএক্সের স্টারশিপ। খবর বিবিসির।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্বের বৃহত্তম রকেট সিস্টেমের প্রথম পরীক্ষামূলক লঞ্চ ছিল এটি।
রকেটটি স্টেজ বিচ্ছেদের ঠিক আগমুহূর্তে সমস্যা দেখা দেয়। এতেই ব্যর্থ হয় লঞ্চ।
দক্ষিণ টেক্সাসের লঞ্চপ্যাড থেকে স্টারশিপের পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিট পরই রকেটটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
মূলত, গত সোমবার স্টারশিপ উৎক্ষেপণের দিন স্থির করা হয়েছিল। কিন্তু বুস্টার প্রেসারাইজেশন সিস্টেমে শেষ মুহূর্তে সমস্যা দেখা দেয়। এর কারণেই সেদিনের লঞ্চের পরিকল্পনা বাতিল করা হয়।
স্পেসএক্স-এর স্টারশিপ একটি সম্পূর্ণরূপে পুনঃব্যবহারযোগ্য পরিবহন ব্যবস্থা। এর মাধ্যমে ক্রু এবং কার্গো উভয়কেই পৃথিবীর কক্ষপথ, চাঁদ এমনকি মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়া যাবে।
এখন পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল স্টারশিপ।
উৎক্ষেপণের আগে স্পেসএক্স লঞ্চ সাইট থেকে স্টারশিপ একাধিক সাব-অরবিটাল ফ্লাইটের পরীক্ষা সম্পন্ন করেছে। সেগুলোর সব সফল হওয়ায় বৃহস্পতিবারের উৎক্ষেপণও সফল হওয়ার আশা করেছিলেন সবাই।
এদিন রকেটটি পৃথিবীর কক্ষপথ ঘুরে প্রশান্ত মহাসাগরে নেমে আসার কথা ছিল। কিন্তু রকেটটি মেক্সিকো উপসাগরের উপরই মাঝ আকাশে বিস্ফোরিত হয়।