রয়টার্স/ইপসস-এর জরিপ: বাইডেন-ট্রাম্প কাউকেই ২০২৪-এর নির্বাচনে চান না ভোটারেরা
রয়টার্স/ইপসস-এর এক জরিপের তথ্য অনুযায়ী, মার্কিন ডেমোক্রেটদের প্রায় অর্ধেকই মনে করেন আগামী বছর জো বাইডেনের নতুন করে নির্বাচনে লড়া উচিত নয়। খবর রয়টার্স-এর।
নতুন করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের বয়স অনেক বেশি বলেও মনে করেন তারা।
গত সোমবার (২৪ এপ্রিল) তিনদিনের এ জনমত জরিপটি শেষ হয়। আর আজকেই নতুন করে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জনমত জরিপে এও দেখা গেছে, বাইডেন ও ট্রাম্পের মধ্যে নতুন করে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতাও দেখতে চান না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষেরা। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ মানুষ দুজনের কাউকেই ২০২৪ সালের নির্বাচনে চান না।
৪৪ শতাংশ নিবন্ধিত ডেমোক্রেটিক উত্তরদাতারা জানিয়েছেন, বাইডেনের দ্বিতীয়বার নির্বাচন করা উচিত নয়। অন্যদিকে ৩৪ শতাংশ রিপাবলিকানও চান না ট্রাম্প আবারও নির্বাচনের মাঠে নামুক।
২০২১ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শুরু করেন জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে তার পারফরম্যান্সের পক্ষে সায় দিয়েছিলেন কেবল ৪১ শতাংশ মানুষ।
সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণ করেন বাইডেন। দ্বিতীয় বার নির্বাচিত হলে চার বছর দায়িত্ব পালন করার পর তার বয়স হবে ৮৬।
জরিপের অংশ নেওয়া ৬১ শতাংশ নিবন্ধিত ডেমোক্র্যাট মনে করেন সরকার পরিচালনার জন্য বাইডেনের বয়স অনেক বেশি।
অন্যদিকে কেবল ৩৫ শতাংশ নিবন্ধিত রিপাবলিকান মনে করেন ৭৬ বছর বয়সী ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য বেশি বয়সী।
রয়টার্স/ইপসস-এর এ জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১,০০৫ জন মানুষের অংশ নিয়েছেন। এদের মধ্যে ৪৪৫ জন স্বঘোষিত ডেমোক্র্যাট এবং ৩৬১ জন স্বঘোষিত রিপাবলিকান ছিলেন।