সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দিল আরব লীগ
আরব দেশগুলোর জোট আরব লীগে এক দশকের বেশি সময় ধরে সিরিয়ার সদস্যপদ স্থগিত ছিল। আজ রোববারের (৭ মে) এক বৈঠকে দেশটিকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর রয়টার্সের
বিষয়টি নিশ্চিত করেছেন আরব লীগের একজন মুখপাত্র। এর মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে প্রভাবশালী আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা নতুন মাত্রা পেল।
আরব লীগ মহাসচিবের মুখপাত্র গামাল রোশদি জানান, মিশরের রাজধানী কায়রোতে লীগের সদর দপ্তরে অনুষ্ঠিত আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কঠোরহস্তে বিক্ষোভ দমন করায় ২০১১ সালে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর নিষ্ঠুরতা দেশটিকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। গৃহযুদ্ধে কয়েকটি আরব দেশ আসাদ বিরোধী বিদ্রোহীদের অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়েছে। তারা দামাস্কাস থেকে নিজেদের রাষ্ট্রদূতও প্রত্যাহার করে।
তবে সম্প্রতি সৌদি আরব ও মিশরসহ প্রভাবশালী আরব দেশগুলোর সরকার সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনে জোর দিচ্ছে। সিরিয়ায় তাদের শীর্ষ কর্মকর্তারা সফর করেন এবং উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন।
তবে কাতারসহ কয়েকটি আরব দেশ সিরিয়ায় সংঘাত অবসানের একটি রাজনৈতিক সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করার বিপক্ষে।
আগামী ১৯ মে রিয়াদে আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রেসিডেন্ট আসাদকে আমন্ত্রণ জানানো হবে কিনা – সেবিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য সিরিয়ার সাথে সম্পর্ক কেমন গতিতে সম্পর্ক স্বাভাবিক করা উচিত বা কী শর্তে দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া যায় – তা নিয়ে জোটভুক্ত দেশগুলোর মধ্যে আলোচনা চলছে।