স্পেসএক্স-এ চাকরি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান লিংকডইন ব্যবহারে ‘অনুপযুক্ত’
লিংকডইনকে 'সেকেলে' হিসেবে অভিহিত করে উষ্মা প্রকাশ করেছে সম্প্রতি স্পেসএক্স-এ যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ বছর বয়সী কিশোর কাইরান কাজী।
স্পেসএক্স-এ পূর্ণকালীন চাকরি পেলেও কিশোর এ প্রজিডি লিংকডইন ব্যবহারের অনুমতি পাচ্ছে না।
পেশাদার মানুষদের সামাজিক যোগাযোগের এ প্ল্যাটফর্মটি কাইরানকে এটি ব্যবহারের জন্য অল্পবয়সী হিসেবে বিবেচনা করে তার লিংকডইন অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আরোপ করেছে।
স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংক-এ কাজ করার জন্য আগামী মাসে মাকে নিয়ে ওয়াশিংটনে যাচ্ছে কাইরান।
বয়সের তুলনায় জীবনের বেশকিছু দিকে কাইরান এগিয়ে থাকলেও, বয়সের ওই সংখ্যাটা একেবারে মূল্যহীন হয়ে পড়েনি তার জন্য।
সম্প্রতি স্থানীয় একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইরানের এক সহপাঠী জানিয়েছেন, যদিও কাইরানকে তাদের কাছে একজন সাধারণ সহপাঠীর মতোই মনে হয়, তবুও তার সামনে কেউ কলেজ পার্টি বা মদ খাওয়ার আলাপ তোলেন না।
মঙ্গলবার (১৩ জুন) ইনস্টাগ্রাম-এ লিংকডইন থেকে তাকে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট শেয়ার করেছে কাইরান। ওই বার্তায় কাইরানের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করার কথা জানায় লিংকডইন।
লিংকডইন-এর নিয়ম অনুযায়ী এ প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট খোলার জন্য কাউকে ন্যূনতম ১৬ বছর হতে হয়। এ জন্যই কাইরানকে আপাতত লিংকডইন ব্যবহার করতে দিচ্ছে না প্রতিষ্ঠানটি।
তবে বয়স ১৬ বা তার বেশি হওয়ার পর কাইরান পুনরায় লিংকডইন-এ ফিরতে পারবে বলে নিশ্চিত করেছে এটি। লিংকডইন-এর একজন মুখপাত্র বিষয়টি ফরচুনকে নিশ্চিত করেছেন।
তবে ইনস্টাগ্রাম-এর পোস্টে কাইরান লিখেছে, তাকে লিংকডইন ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যতিক্রমী কাজটি করতেই পারে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
'এটা অযৌক্তিক, সেকেলে ননসেন্স। বিশ্বের অন্যতম ঈপ্সিত ইঞ্জিনিয়ারিং চাকরিটি পাওয়ার জন্য আমি যথেষ্ট যোগ্যতাসম্পন্ন, অথচ একটা পেশাদার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার জন্য আমি উপযুক্ত নই?' লেখে কাইরান।
ফ্রেশারস লাইভ সূত্রে জানা গেছে, কাইরান কাজীর জন্ম ২০০৯ সালের ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়াতে। কাইরান জন্মসূত্রে একজন বাংলাদেশি-আমেরিকান। তার বাবার নাম মুস্তাহিদ কাজী এবং মা জুলিয়া কাজী।