জিনপিংয়ের সাথে ‘পুরনো বন্ধু’ বিল গেটসের বৈঠক
সম্প্রতি চীন সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী বিল গেটস।
কোভিড মহামারির জন্য চীনের সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে গত তিন বছরে বিদেশি কোনো সিইও'র সঙ্গে এটিই শি জিনপিংয়ের প্রথম সাক্ষাৎ।
শুক্রবার (১৬ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই এ অনুষ্ঠিত বৈঠকে গেটসকে প্রেসিডেন্ট শি জিনপিং 'পুরোনো বন্ধু' বলে অভিহিত করেছেন। একইসাথে বৈঠক সম্পর্কে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জিনপিং জানান, চলতি বছর সাক্ষাৎ করা প্রথম মার্কিন বন্ধু গেটস।
গত বুধবার চীনে পৌঁছে বিল গেটস বলেন, "চীনা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পারা বেশ সম্মানের। আমাদের মধ্যে সবসময়ই বেশ ইতিবাচক আলাপচারিতা হয়। আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করবো। এখানে এসে আমি বেশ উচ্ছ্বাসিত।"
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় এক গণমাধ্যম কর্তৃক প্রকাশিত বৈঠকের সিসিটিভি ফুটেজে শি জিনপিং বলেন, "আমি প্রায়শই বলি, মার্কিন-চীন সম্পর্কের ভিত্তি দেশ দুটির জনগণের সাথে সম্পর্কিত। আমি আমেরিকান জনগণের উপর আশা রাখি।"
বৈঠক সম্পর্কে নিজের ব্যক্তিগত ব্লগে গেটস জানান, তিনি এবং প্রেসিডেন্ট শি জিনপিং বৈশ্বিক স্বাস্থ্যখাতে বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের মতো যেসব বিষয় উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেসব নিয়ে আলোচনা করেন।
চলতি বছর অ্যাপল সিইও টিম কুক ও টেসলা সিইও ইলন মস্কের মতো শীর্ষ ব্যবসায়িক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেছেন চীনের একাধিক মন্ত্রী। তবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই সাক্ষাৎ করেছেন শুধুমাত্র বিল গেটসের সাথে।
২০২০ সালে মানবসেবায় কাজ করার উদ্দেশে গেটস মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে বিশ্বব্যাপী কাজ করছেন।
এর আগে ২০১৫ সালে বোয়াও ফোরামে গেটস ও শি জিনপিং আলাদাভাবে বৈঠক করেন। চীনের হাইনান প্রদেশে হওয়া ওই বৈঠকে তারা জনস্বাস্থ্যসেবা বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের ব্যাপারেও আলোচনা করেছিলেন।
অন্যদিকে বৈঠকের সাথে জড়িত দুই সূত্র জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমানের আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়েও গেটসের আলাপ করেছেন। এমনকি মাইক্রোসফটসহ অন্য মার্কিন ফার্মগুলোকে চীনে এআই প্রযুক্তিগুলো ব্যবহারেও স্বাগতম জানিয়েছেন।
এদিকে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চীন সফরের কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত ওই সফরের ঠিক আগ মুহূর্তে দেশটিতে বিল গেটসের সফর তাই আলাদা গুরুত্ব বহন করছে।
প্রেসিডেন্টের সাথে বৈঠক ছাড়াও চীন সফরে গেটস 'দ্য গ্লোবাল হেলথ ড্রাগ ডিসকভারি ইন্সটিটিউট' এ বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি বৈশ্বিক স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব নিয়ে কথা বলেন।