টোকিও বিশ্ববিদ্যালয়ে প্রফেসর জ্যাক মা'র প্রথম ক্লাস
টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে প্রথম ক্লাস লেকচার দিয়েছেন আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও চীনা বিলিয়নিয়ার জ্যাক মা। গত ১২ জুন দুই ঘণ্টাব্যাপী একটি বিশেষ সেমিনারে শিক্ষার্থীদের ম্যানেজমেন্ট ফিলোসফি এবং কিভাবে সফলতা অর্জন করা যায় সে বিষয়ে পড়িয়েছেন জ্যাক মা। গেল শুক্রবার টোকিও বিশ্ববিদ্যালয়ের দেওয়া একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, "শিল্পোদ্যোগ ও উদ্ভাবন সম্পর্কে জ্যাক মা তার নিজস্ব অভিজ্ঞতা থেকে লেকচার দিয়েছেন। এই সেমিনারে জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা ছিল।"
একসময় স্পষ্টভাষী ও স্বতস্ফূর্ত একজন উদ্যোক্তা হিসেবে খ্যাতি ছিল জ্যাক মা'র। কিন্তু ২০২০ সালের শেষের দিকে সাংহাইয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় চীনা নিয়ন্ত্রকদের সমালোচনা করার পর থেকে জ্যাক মা ও তার প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক ধরপাকড় চালায় দেশটির নিয়ন্ত্রকরা।
জ্যাক মা'র ওইদিনের বক্তৃতার পরপরই তার অ্যান্ট গ্রুপের ব্লকবাস্টার আইপিও শেষ মুহূর্তে এসে আটকে দেয় বেইজিং; যেটি হতে চলেছিল শেয়ারবাজারে বিশ্বের সবচেয়ে বড় আইপিও। এ পদক্ষেপের মাধ্যমে চীনের ইন্টারনেট ইন্ডাস্ট্রি ও বেসরকারি খাতের ওপর এক অপ্রত্যাশিত ধরপাকড় আরম্ভ করে চীনা নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে, অ্যান্টিট্রাস্ট বিধিমালা ভঙ্গ করায় আলিবাবা গ্রুপকে রেকর্ড ২.৮ বিলিয়ন ডলার জরিমানা করা হয়।
এরপর থেকে জ্যাক মা'কে খুব একটা জনসমক্ষে দেখা যায় না। বরং তিনি হংকং, স্পেন, জাপানসহ বাইরের দেশগুলোতেই বেশি সময় কাটান বলে খবর। প্রসঙ্গত, জাপানে আলিবাবার একজন বিনিয়োগকারী ও সফটব্যাংক-এর সিইও মাসা সন বাস করেন এবং তিনি জ্যাক মা'র বন্ধু।
জ্যাক মা আসলে কোথায় তা নিয়ে ইন্টারনেটেও কম তোলপাড় হয়নি। তাকে নিয়ে জনসাধারণের কৌতূহল এখনও বিদ্যমান; জ্যাক মা'কে চীনের উদ্যোক্তা শ্রেণীর আত্মবিশ্বাসের প্রতিনিধি মনে করা হতো।
চীনের অন্যতম সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী জ্যাক মা গত মার্চে মেইনল্যান্ড চীনে ফিরে এসেছিলেন আলিবাবার একটি যুগান্তকারী পুনর্গঠন পরিকল্পনার অংশ হওয়ার জন্য। এ পরিকল্পনা মোতাবেক কোম্পানিকে ছয়টি আলাদা ইউনিটে ভাগ করা হয়। বিশ্লেষকরা বলছেন, বেসরকারি খাতে যারা রয়েছেন তাদেরকে ভয়ভীতি থেকে শান্ত রাখার উদ্দেশ্যে জ্যাক মা'র প্রত্যাবর্তন বেইজিং এর একটি 'পরিকল্পিত মিডিয়া ইভেন্ট' এবং প্রতীকী পদক্ষেপ হতে পারে।
চলতি বছরে অবশ্য জ্যাক মা'কে বেশ কয়েকবার জনসমক্ষে দেখা গেছে। কিন্তু বেইজিং এর ধরপাকড়ের পর ব্যবসায়িক সাম্রাজ্য থেকে পিছু হটে তাকে শিক্ষকতা ও গবেষণার দিকে বেশি আগ্রহী মনে হয়েছে।
বলে রাখা ভালো, উদ্যোক্তা হওয়ার আগে জ্যাক মা ছিলেন ইংরেজির শিক্ষক। গত এপ্রিলে তাকে হংকং বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে অনারারি প্রফেসর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার খবর পাওয়া যায়।
জ্যাক মা'র একটি প্রোফাইল পেজে দেওয়া তথ্য অনুসারে, গত ১ মে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পান এবং তার কাজের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
ডামো একাডেমির দেওয়া তথ্যানুযায়ী, সেমিনারের পর জ্যাক মা মেইনল্যান্ড চীনে ফিরে গিয়েছেন এবং শনিবার হ্যাংঝুতে আলিবাবা রিসার্চ টিম আয়োজিত একটি গণিত ইভেন্টে অংশগ্রহণ করেছেন।