টোকিওতে মোটরবাইকের সমান টুনা মাছ বিক্রি ১৩ লাখ ডলারে!
জাপানের টোকিওতে এবার ২০৭ মিলিয়ন ইয়েনে (১৩ লাখ ডলার) একটি ব্লুফিন টুনা মাছ বিক্রি হয়েছে। মাছটি আকারে একটি মোটরবাইকের সমান। খবর বিবিসির
স্থানীয় সময় রবিবার (৫ জানুয়ারি) নিলামে মাছটি কেনা টোকিওর সুশি রেস্তোরাঁ ব্যবসায়ী ওনোদেরা গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, টোকিওর টয়োসু ফিশ মার্কেটে নববর্ষের বার্ষিক নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া টুনা মাছ এটি।
মাছ কেনার নিলামে বিজয়ী হওয়া ওনোদেরা গ্রুপ জানিয়েছে, ২৭৬ কেজি ওজনের টুনা মাছটি তাদের মিশেলিন তারকা পাওয়া গিনজা ওনোদেরা রেস্তোরাঁ এবং সারা দেশের নাদামান রেস্তোরাঁয় পরিবেশন করা হবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিলামের পর ওনোদেরার কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের বলেন, 'বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে, তাই এটি কেনা হয়েছে।'
নাগাও আরও বলেন, তিনি আশা করেন যে মানুষ জাপানের উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চলে ধরা পড়া এই টুনা মাছটি খাবে এবং 'একটি চমৎকার বছর কাটাবে'।
টানা পাঁচ বছর ইচিবান টুনা নিলামে সবচেয়ে বেশি দামে মাছ কিনেছে ওনোদেরা গ্রুপ।
গত বছর তারা ১১৪ মিলিয়ন ইয়েন ব্যয় করে বাজারের সবচেয়ে বড় টুনা মাছ কিনেছিলেন।
সর্বোচ্চ দামে টুনা কেনার তুলনীয় রেকর্ড শুরু হয় ১৯৯৯ সালে। এ যাবত সর্বোচ্চ দাম উঠেছিল ২০১৯ সালে, ওই বছর একটি ২৭৮ কেজি ব্লুফিন টুনা ৩৩৩.৬ মিলিয়ন ইয়েন দামে বিক্রি হয়। এটি কিনেছিলেন জাপানি 'টুনা কিং' খ্যাত সুশি রেস্তোরাঁর মালিক কিয়োশি কিমুরা।
টয়োসু ফিশ মার্কেট দাবি করে, এটি বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার। প্রতিদিন সূর্যোদয়ের আগে এই বাজারে টুনা মাছের নিলাম অনুষ্ঠিত হয়।