মোদিকে মানবাধিকার নিয়ে প্রশ্ন করা সাংবাদিককে হেনস্তার ঘটনায় হোয়াইট হাউসের নিন্দা
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সংবাদদাতা সাবরিনা সিদ্দিকীকে হেনস্তার ঘটনায় সোমবার (২৬ জুন) নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। খবর দ্য হিল ও দ্য হিন্দুস্তান টাইমস-এর।
যুক্তরাষ্ট্র সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সরকারের অধীনে মানবাধিকার লংঘন প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক। এরপর মোদি সরকারের কিছু রাজনীতিবিদসহ অনেকে তার বিরুদ্ধে বক্তব্য দেন। অনলাইনে তাকে হেনস্তার শিকার হতে হয়।
এ প্রসঙ্গে হোয়াইট হাউস মুখপাত্র জন কার্বি বলেন, 'আমরা এই হেনস্থার বিষয়ে অবগত। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো পরিস্থিতিতেই যেকোনো সাংবাদিককে হেনস্থার বিরোধিতা করি আমরা।'
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর হোয়াইট হাউস প্রতিনিধি হিসেবে কাজ করেন সাবরিনা সিদ্দিকী। মোদির প্রতি তার প্রশ্ন ছিল, 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে দীর্ঘকাল ধরেই ভারতের সুনাম রয়েছে। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠনের তরফে বলা হচ্ছে আপনার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সাথে বৈষম্যমূলক আচরণ করে।
'আর যারা এর সমালোচনা করেন তাদের চুপ করিয়ে দেয়। আপনার সরকার আপনার দেশের সংখ্য়ালঘু মুসলিমদের অধিকার রক্ষায় কী করেছে'?
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাবা ও পাকিস্তানি মায়ের ঘরে জন্ম নেওয়া সাবরিনাকে নিয়ে বিদ্রুপ শুরু হয়। মোদি সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন রাজনীতিবিদও এতে শামিল হন।