চালু হওয়ার কয়েক ঘণ্টায় মধ্যেই ১০ মিলিয়নের বেশি ব্যবহারকারী পেল টুইটার প্রতিদ্বন্দ্বী ‘থ্রেডস’
মেটা'র সদ্য চালু হওয়া 'থ্রেডস' অ্যাপ চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এতে সাইন আপ করেছেন। খবর ডনের।
এর আগে বিবিসি-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম সাত ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন ব্যবহারকারী থ্রেডসে সাইন আপ করে বলে জানান কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ।
তিনি এই অ্যাপকে টুইটারের 'বন্ধুত্বপূর্ণ' প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেন। অক্টোবরে টুইটারের শেয়ার কেনেন ইলন মাস্ক।
বিশেষজ্ঞরা বলছেন, টুইটারে সাম্প্রতিক কিছু পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট ব্যবহারকারীদেরকে আকৃষ্ট করতে পারে জাকারবার্গের থ্রেডস।
থ্রেডস ব্যবহারকারীরা সর্বোচ্চ ৫০০ অক্ষরের লেখা পোস্ট করতে পারেন। তাছাড়া, টুইটারের মতো আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে এর।
এর আগে জাকারবার্গ বলেছিলেন, প্ল্যাটফর্মটিকে 'বন্ধুত্বপূর্ণ' রাখলে সেটিই শেষ পর্যন্ত এর 'সাফল্যের চাবিকাঠি' হয়ে উঠবে।
এর প্রতিক্রিয়ায় মাস্ক বলেছিলেন, "ইনস্টাগ্রামে 'মিথ্যা' ভালো থাকার চেয়ে টুইটারে অপরিচিতদের আক্রমণই ভালো।"
থ্রেডস টুইটার থেকেও বড় হয়ে উঠবে কিনা জানতে চাওয়া হলে জাকারবার্গ বলেন, "এতে কিছুটা সময় লাগবে। কিন্তু আমি মনে করি ১ বিলিয়ন ব্যবহারকারী নিয়ে একটি পাবলিক কনভারসেশন অ্যাপ থাকা উচিত।"
"টুইটার একে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েও তা করেনি। আশা করছি আমরা তা করবো," বলেন তিনি।
বাংলাদেশসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশের মানুষ ডাউনলোড করতে পারবেন থ্রেডস। তবে রেগুলেটরি কন্সার্নের কারণে ইউরোপিয়ান ইউনিয়নের মানুষ এখনই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বেশ উত্থান-পতন গিয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইটের ওপর দিয়ে; ব্যবহারকারীদেরকে নিত্যনতুন নিয়ম-নীতির বেড়াজালে ফেলেছেন মাস্ক।
সম্প্রতি তিনি জানিয়েছেন, এবার থেকে নির্দিষ্ট সংখ্যার টুইটার পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা; বেশি পোস্ট দেখার জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।
মাস্ক জানান, নন-ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে এক হাজারের বেশি টুইট দেখতে পারবেন না। আর ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে দেখতে পারবেন ১০ হাজার টুইট। মাস্কের নতুন এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছিলেন ব্যবহারকারীরা। আর এরই সুযোগ নিয়েছেন মেটার বস জাকারবার্গ।
'থ্রেডস' কিভাবে কাজ করে?
থ্রেডস-এর পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে, আবার ইন্সটাগ্রামের পোস্টও থ্রেডসে শেয়ার করা যাবে। লিংক, ছবি, পাঁচ মিনিট দীর্ঘ ভিডিও শেয়ার করা যাবে পোস্টে।
তবে বুধবার কিছু প্রাথমিক ব্যবহারকারী থ্রেডসে ছবি আপলোড করার সময় সমস্যার কথা জানিয়েছেন।
ব্যবহারকারীরা একে অপরকে ফলো করতে পারবেন। অ্যাপের ফিড, যাকে মেটা বলছে 'থ্রেড', সেখানে তারা ফলো করা ব্যবহারকারীদের পোস্ট দেখতে পাবেন। সেইসাথে রেকমেন্ডেড পোস্টও দেখতে পাবেন।
তাদেরকে থ্রেডসে কারা মেনশন করতে পারবে সেটি ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া পোস্টের কমেন্ট সেকশন থেকে নির্দিষ্ট শব্দ ফিল্টারও করতে পারবেন।
অন্যদের প্রোফাইল আনফলো করা, ব্লক করা, রেস্ট্রিক্ট করা বা রিপোর্টও করা যাবে থ্রেডসে। তবে, কোনো ব্যবহারকারী যদি কারো ইন্সটাগ্রাম প্রোফাইল ব্লক করে, তাহলে একইসাথে তার থ্রেডস প্রোফাইলও ব্লক হয়ে যাবে।